Durgapur: দু’ভাইয়ের ঝামেলায় ‘ফোপর দালালি’ তৃণমূল নেতার, ঘটল রক্তারক্তিকাণ্ড
Durgapur: আক্রান্তের পরিবারের অভিযোগ, এলাকার যুবনেতা দীপক গড়াই পরিবারের ছোট ছেলে চঞ্চল মন্ডলের পক্ষ নিয়ে বড় ভাই দীপক মন্ডলকে মারধর করেন। পাশের বাড়িতে থাকা দীপকের কাকার ছেলে সুমিত ছাড়াতে যান।

দুর্গাপুর: গত দু-তিন বছর ধরে সম্পত্তি ও মৃত বাবার চাকরি নিয়ে দুই ভাইয়ের অশান্তি চলছিল। সমস্যা মেটাতে হস্তক্ষেপ করেন স্থানীয় তৃণমূল নেতা। এক ভাইয়ের পক্ষ নিয়ে আরেক ভাইকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বেনাচিতির গড়াইপাড়ার মন্ডল পরিবারে। গত শুক্রবার ওই বাড়ির পারিবারিক সমস্যা মেটাতে হস্তক্ষেপ করেন দুর্গাপুরের ১৯ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি দীপক গড়াই ওরফে রাকেশ। তাঁর বিরুদ্ধেই অভিযোগ।
আক্রান্তের পরিবারের অভিযোগ, এলাকার যুবনেতা দীপক গড়াই পরিবারের ছোট ছেলে চঞ্চল মন্ডলের পক্ষ নিয়ে বড় ভাই দীপক মন্ডলকে মারধর করেন। পাশের বাড়িতে থাকা দীপকের কাকার ছেলে সুমিত ছাড়াতে যান। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, উইকেট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় । এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত যুবনেতা দীপক গড়াই।
সুমিতকে রক্তাক্ত অবস্থায় দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানান। এখন আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সুমিত মন্ডল। এই ঘটনায় অবস্থায় চরম আতঙ্কে রয়েছে দীপক মন্ডলের পরিবার। যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি দীপক মন্ডলের স্ত্রী রুমকির । এই নিয়ে স্থানীয় ২ নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজু সিং জানান, দলগতভাবে অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যুবনেতা দীপক গড়াইয়ের নামে আগেও বেশ কিছু অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

