PM Modi: মোদী আসার আগেই তাঁর সভাস্থলে লাগল আগুন
Durgapur: শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান। তবে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দুর্গাপুর: আজ দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর আসার আগেই বড়সড় বিপত্তি। মোদীর সভাস্থলে লাগল আগুন। ধোঁয়া বেরতে শুরু করে। শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান। তবে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আজ ভোটমুখী বিহারে সভা ছিল প্রধানমন্ত্রীর। তারপর বিহার থেকেই সোজা দুর্গাপুরে সভা করার কথা রয়েছে তাঁর। দুপুর তিনটে থেকে এ দিন সভা করার কথা রয়েছে মোদীর। কিন্তু তাঁর আসার আগেই সভাস্থলে লাগল আগুন। সরকারি মঞ্চ ও রাজনৈতিক সভামঞ্চের মাঝে আগুন লেগে গিয়েছে বলে জানা যাচ্ছে। এ দিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
এ দিকে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রীর সভাস্থলে ফলে আগুনের খবর যেতেই চাপা উত্তেজনা তৈরি হয়। তবে যেহেতু প্রধানমন্ত্রীর সভা ছিল সেই কারণে নিরাপত্তা ছিল অত্যন্ত কড়া। আগুনের স্ফুলিঙ্গ দেখা মাত্রই তড়িঘড়ি তৎপর হন দমকলের আধিকারিকরা। দ্রুত আগুন নেভানো হয়। বস্তুত, আজ বঙ্গে পা রাখার আগেই বিহার থেকেই বাংলার জন্য বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বীরভূম হবে বেঙ্গালুরু, জলপাইগুড়ি হবে জয়পুরের মতো।”

