Durgapur: পাশে পড়ে লুঙ্গি, উপুড় হয়ে পড়ে দেহ, ভয়াবহ ঘটনা দুর্গাপুরে
Durgapur:শনিবার সন্ধে থেকে চন্দ্রশেখর নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও রাতে খোঁজ মেলেনি। রবিবার সন্ধে স্থানীয় এক ব্যক্তি ধান জমিতে তার চটি জোড়া পড়ে আছে দেখতে পান। ধান জমি ভাল করে খুঁজে দেখতেই দেখে এক ব্যক্তির দেহ পড়ে আছে।
দুর্গাপুর: ভাইফোঁটার সন্ধে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ধান জমি থেকে। খুনের অনুমান স্থানীয় বাসিন্দাদের। মৃতের নাম চন্দ্রশেখর মণ্ডল (৪৬)। তিনি কাঁকসা থানার মলানদিঘি ফাঁড়ির নয়া কাঞ্চনপুরের বাসিন্দা। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ।
শনিবার সন্ধে থেকে চন্দ্রশেখর নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও রাতে খোঁজ মেলেনি। রবিবার সন্ধে স্থানীয় এক ব্যক্তি ধান জমিতে তার চটি জোড়া পড়ে আছে দেখতে পান। ধান জমি ভাল করে খুঁজে দেখতেই দেখে এক ব্যক্তির দেহ পড়ে আছে। সামনে যেতেই দেখেন উপুড় হয়ে পড়ে আছে চন্দ্রশেখর। পাশেই পড়ে আছে লুঙ্গি। এই কথা স্থানীয়দের জানতেই ভিড় জমে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানা পুলিশ।
মৃতের দাদা শান্তিরাম মণ্ডলের অভিযোগ, স্থানীয় উত্তম হাঁড়ির একটি মোবাইল চুরি করেছিল চন্দ্রশেখর। শনিবার বিকেলে উত্তম এবং উত্তমের পরিবারের লোকজন ফোন করে হুমকি দেয় চন্দ্রশেখরকে। মারধর করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তারপর বাড়ি থেকে বেরোনোর পরেও খোঁজ পাওয়া যায়নি চন্দ্রশেখরের। রবিবার সারাদিন খোঁজাখুঁজি করেও কোন খোঁজ মেলেনি।
চন্দ্রশেখরের দাদা শান্তিরাম সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পায় চন্দ্রশেখর পড়ে আছে নয়া কাঞ্চনপুরের ধান জমিতে। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছে তারা। তবে ময়নাতদন্তের সঠিক রিপোর্ট না এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাবে না।