Picnic Spot: মদ খেয়ে চলচিল হইহুল্লোড়, মাইথনে পুলিশের জালে ২৫ পর্যটক

Paschim Bardhaman: মাইথনে ড্যাম এলাকায় নিষিদ্ধ রয়েছে ডিজে বাজানো ও থার্মোকলের ব্যবহার।

Picnic Spot: মদ খেয়ে চলচিল হইহুল্লোড়, মাইথনে পুলিশের জালে ২৫ পর্যটক
মদ্যপ অবস্থায় গ্রেফতার পঁচিশ পর্যটক (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2021 | 4:19 PM

আসানসোল: বছর শেষ। উৎসবের আমেজে বাঙালি। বড়দিনে জমজমাট বাংলার অন্যতম পর্যটনস্থল মাইথন। জল জঙ্গল আর পাহাড়ে সৌন্দর্য্য দেখতে দূর দূরান্ত থেকে এসেছেন পর্যটকরা। এখানকার ড্যামে নৌকাবিহার জনপ্রিয়। তাই অনেকেই এসেছেন একদিনের পিকনিকে। দুর্ঘটনা এড়াতে চলছিল পুলিশের কড়া নজরদারি। এবার এই নজরদারির মধ্যেই মাইথনে ধরা পড়ল পঁচিশ জন মদ্যপ যুবক।

মাইথনে ড্যাম এলাকায় নিষিদ্ধ রয়েছে ডিজে বাজানো ও থার্মোকলের ব্যবহার। রয়েছে মদ্যপান নিষিদ্ধ। তবু পিকনিক করতে আসা কিছু যুবক বিচ্ছিন্নভাবে মদ্যপান করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালাতেই মদ্যপরা হাতেনাতে ধরা পড়ে।

পিকনিক স্পট থেকে এরমধ্যে একটা বড় অংশ পালিয়ে যায়। এদিন মাইথনে ঘুরতে আসা গাড়িগুলিতেও তল্লাশি চালানো হয়। কোভিড সতর্কতাবিধি জানিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। মাইথন ও কল্যানেশ্বরী এলাকাটি আসানসোলের শেষ সীমানায়। মাইথনের পরেই ঝাড়খণ্ডের ধানবাদ। তাই পিকনিকের মরশুমে সীমানার ডুবুডি চেক পোস্টে পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়। এখানেও বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে চেকিং চলে। গাড়ির ডিকি খুলে চালানো হয় তল্লাশি। এই প্রসঙ্গে ডিসিপি অভিষেক মোদি বলেন, ওয়েস্টজোন এলাকায় যেসব পিকনিক স্পট আছে তাতে পুলিশের কড়া নজরদারি থাকবে। সাথে ড্রিংকিং ড্রাইভ অভিযান চালানো হবে এবং সীমানা লাগোয়া বর্ডার গুলিতে নাকা তল্লাশি করা হবে। তার সাথে আগত পর্যটকদের করোনা বিধিগুলি মেনে চলার জন্য আবেদন করা হবে।

এদিকে, উৎসবের মেজাজ শুরু হতেই বেড়েছে চুরিও। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলা থেকে চুরির খবর সামনে এসেছে। বাঁকুড়ার মেজিয়াথানার তারাপুর গ্রামে কাঠ মিস্ত্রী উত্তম নাথের পরিবার গত কয়েকদিন ধরে বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে চোর এসে সমস্ত কিছু ফাঁকা করে নিয়ে চলে যায়। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনাও প্রায় এক। ঘর ফাঁকা থাকার সুযোগে সেখানে প্রয়া তিনটি খালি বাড়িতে চুরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Clash at Contai: বিজেপির ‘সুশাসন দিবস’ ঘিরে উত্তেজনা কাঁথিতে, পাল্টা সরব তৃণমূলও

আরও পড়ুন: Case filed Against Rahul Gandhi: হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের আসানসোলে