Kazi Nazrul University: কাঁসর ঘণ্টা নিয়ে রাস্তায় অধ্যাপক-পড়ুয়ারা, চরম বিশৃঙ্খল অবস্থা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে

Asansol কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতি-সহ নানা অনিয়মের অভিযোগ তুলে টানা আন্দোলন-বিক্ষোভ চালাচ্ছেন শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকদের বড় অংশ। রয়েছেন পড়ুয়াদেরও একাংশ।

Kazi Nazrul University: কাঁসর ঘণ্টা নিয়ে রাস্তায় অধ্যাপক-পড়ুয়ারা, চরম বিশৃঙ্খল অবস্থা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে
উপাচার্যকে ঘিরে বিক্ষোভ। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 9:09 PM

আসানসোল: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা যেন কিছুতেই কাটছে না। উপাচার্য বনাম অধ্যাপকদের এই কাজিয়ায় বৃহস্পতিবারও উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। যাঁরা পড়াবেন, তাঁদের এমন আকচাআকচিতে পঠনপাঠন শিকেয় উঠেছে বলে অভিযোগ। উপাচার্য সাধন চক্রবর্তীর একযোগে সরব শিক্ষক, অশিক্ষক কর্মী, পড়ুয়াদের একাংশ। এদিন উপাচার্য সাধন চক্রবর্তীকে ক্যাম্পাসে ঢুকতেই দিলেন না আন্দোলনকারীরা। কাঁসর ঘণ্টা বাজিয়ে এদিন প্রতিবাদে নামেন অধ্যাপক থেকে শুরু করে শিক্ষাকর্মী-সহ অন্যান্য বিভাগের কর্মীরা। বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয় উপাচার্যকে।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতি-সহ নানা অনিয়মের অভিযোগ তুলে টানা আন্দোলন-বিক্ষোভ চালাচ্ছেন শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকদের বড় অংশ। রয়েছেন পড়ুয়াদেরও একাংশ। গত ১৩ মার্চ থেকে চলছে এই প্রতিবাদ। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়চত্বরের স্বাভাবিক অবস্থা ফেরাতে গত ১, ২, ৩ এপ্রিল তিন দফায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লিখিত আবেদন জানান উপাচার্য। যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হলে আন্দোলন চলবে।

আন্দোলনকারীদের দাবি, উপাচার্যকে পদত্যাগ করতে হবে। একইসঙ্গে তাঁদের দাবি, সাধন চক্রবর্তীকে পুনরায় উপাচার্য পদে বহাল করা হয়েছে, এ সংক্রান্ত চিঠি দেখাতে হবে। একইসঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনারকে বরখাস্ত করার সিদ্ধান্তও প্রত্যাহার করতে হবে বলে দাবি করেন তাঁরা। যদিও ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট রেজিস্ট্রারকে বরখাস্তের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। তবে তাতেও আন্দোলনের ঝাঁঝ কমেনি।

এদিকে প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ, পড়াশোনায় সমস্যা হচ্ছে অভিযোগ করে মঙ্গলবার ফের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর আহ্বান জানান উপাচার্য সাধন চক্রবর্তী। তাঁর দাবি, “সম্পূর্ণ বেআইনি বিক্ষোভ চলছে। পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর কলেজের ভর্তি প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এ ধরনের অশান্তির জেরে তা বিঘ্নিত হতে পারে। তাই স্বাভাবিক অবস্থা ফেরানোর আর্জি জানিয়েছি।”

একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ