CM Mamata Banerjee: দড়ি টপকে এক্কেবারে কনভয়ের সামনে জিন্স-কুর্তি পরিহিত তরুণী, গাড়ি থামালেন মুখ্যমন্ত্রীও, তারপর…

CM Mamata Banerjee: জিন্স-কুর্তি আর গায়ে লাল চাদর- মেয়েটিকে দেখে তখনও কিছুই আঁচ করতে পারেননি নিরাপত্তারক্ষীরাও। সাদা স্করপিওটা দূর থেকে দেখেছিলেন।

CM Mamata Banerjee: দড়ি টপকে এক্কেবারে কনভয়ের সামনে জিন্স-কুর্তি পরিহিত তরুণী, গাড়ি থামালেন মুখ্যমন্ত্রীও, তারপর...
মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে তরুণী
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 4:11 PM

পশ্চিম মেদিনীপুর: দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। রাস্তার ধারে ব্যারিকেড। কড়া পুলিশি নিরাপত্তা। রাস্তায় সে অর্থে ভিড় নেই। বেশ কয়েকজন এমনিকেই দড়ির এপারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এই রাস্তা দিয়েই যে কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীর কনভয় যাবে, তা জানা ছিলই। জিন্স-কুর্তি আর গায়ে লাল চাদর- মেয়েটিকে দেখে তখনও কিছুই আঁচ করতে পারেননি নিরাপত্তারক্ষীরাও। সাদা স্করপিওটা দূর থেকে দেখেছিলেন। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কনভয় কাছাকাছি আসতেই হঠ্ করে দড়ির নীচ দিয়ে গাড়ির সামনে চলে আসেন মেয়েটি। মুখ্যমন্ত্রীর গাড়ির চালকও হতভম্ব হয়ে যান। সজোরে ব্রেক কষেন তিনিও। গাড়ি থামিয়ে নেমে আসেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী। । বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউজ় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভাস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন, ঠিক সেই সময় এলআইসি মোড়ের কাছে এক মহিলা পুলিশের ব্যারিকেড টপকে দৌড়ে চলে আসেন মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে।

দৌড়ে যান নিরাপত্তারক্ষীরাও। তরুণীকে ঘিরে ধরেন তাঁরা। বেশ কিছু গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় মেয়েটিকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। একজন তাঁকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি তা না শুনেই মুখ্যমন্ত্রীকে সবটা বলে নিজেই দৌড়ে সরে আসেন। মুখ্যমন্ত্রীর কনভয়ও এগিয়ে যায়।


তবে ওই তরুণী মুখ্যমন্ত্রীকে ঠিক বলেছেন বা বলতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। ওই তরুণীর সঙ্গে আর যোগাযোগ করাও সম্ভব হয়নি।