Mamata Banerjee: ‘রাস্তাশ্রী’ প্রকল্প কেন দরকার পড়ল? জানালেন মমতা স্বয়ং
Mamata Banerjee: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের উদ্যোগে, রাজ্যের খরচে এই 'রাস্তাশ্রী' প্রকল্প শাসক শিবিরকে বাড়তি মাইলেজ দিতে পারে কি না, তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। আর ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রীর মুখে গ্রামীণ রাস্তার বেহাল দশা নিয়ে কেন্দ্রকে তোপ স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) সরকারি পরিষেবা প্রদানের এক অনুষ্ঠান থেকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উঠে এল রাজ্য বাজেটে প্রস্তাবিত রাস্তাশ্রী প্রকল্পের কথাও। কেন এই রাস্তাশ্রী প্রকল্পর দরকার পড়ল? সেই ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে তোপ দেগে বললেন, ‘অনেক গ্রামীণ রাস্তা খারাপ হয়ে গিয়েছে। আর কেন্দ্রীয় সরকারও করছে না।’ এমন অবস্থায় গতকাল রাজ্য বাজেটে ১১ হাজার ৫০০ কিলোমিটার গ্রামীণ সড়কের কাজ করার কথা ঘোষণা করা হয়েছে। এর জন্য মোট বরাদ্দ হয়েছে তিন হাজার কোটি টাকা। এই প্রকল্পের আওতায় পুরনো রাস্তা সংস্কারের পাশাপাশি নতুন রাস্তাও তৈরি করবে রাজ্য। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের উদ্যোগে, রাজ্যের খরচে এই ‘রাস্তাশ্রী’ প্রকল্প শাসক শিবিরকে বাড়তি মাইলেজ দিতে পারে কি না, তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। আর ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রীর মুখে গ্রামীণ রাস্তার বেহাল দশা নিয়ে কেন্দ্রকে তোপ স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এর পাশাপাশি রাজ্যকে যে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্র বঞ্চনা করছে, সেই অভিযোগও ফের একবার তুললেন মুখ্যমন্ত্রী। আবাসের টাকা, একশো দিনের কাজের টাকা নিয়ে আবারও সরব মুখ্যমন্ত্রী। স্মরণ করিয়ে দিলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা কেবল কেন্দ্রের টাকায় নয়, এখানে রাজ্যের অবদানও রয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, ‘বাংলার বাড়িতে টাকা দিচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধু প্রধানমন্ত্রীর টাকা নয়। রাজ্য-কেন্দ্র মিলে করে। আমাদের টাকা জিএসটিতে তুলে নিয়ে যায়, সেই টাকা ভাগ আমাদের দেয় না। ১৭ লাখ নাম (আবাসের তালিকার) কেটে দিয়েছে।’
একশো দিনের কাজের টাকা আটকে রাখা নিয়েও কেন্দ্রকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে বললেন, ‘(কেন্দ্র) বলছে, একশো দিনের কাজ তারাই করবে, যাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। গ্রামের লোকেরা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবে? অনলাইন করবে? জীবনটাই অনলাইন করে দিচ্ছেন তো। জীবনটা কি সবাই অনলাইন করতে পারে? যাঁদের ক্ষমতা আছে, তারা করতে পারে? কত গ্রামে ব্যাঙ্ক নেই। কত ব্লকে ব্যাঙ্ক নেই, পোস্ট অফিস নেই। তো অনলাইনটা করবে কোথা থেকে? মাথা থেকে নাকি মুণ্ডু থেকে? সেটা ভেবে দেখবেন না?’ মমতার সাফ বক্তব্য, তিনি ‘ম্যাজিশিয়ান’ নন। বুঝিয়ে দিলেন, ‘এটা পেলাম, ওটা দাও’… এরকম করলে চলবে না। টাকাটাও জোগাড় করতে হবে। কারণ, কেন্দ্র টাকা দিচ্ছে না।
পঞ্চায়েত ভোটের আর বেশি সময় বাকি নেই। তার আগে জেলায় জেলায় ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সরকারি পরিষেবা নিজে উপস্থিত থেকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। নামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হলেও, ফাঁকফোকড়ে কেন্দ্র ও বিজেপিকে বিঁধতে কোনও সুযোগ ছাড়ছেন না। এদিনও ফের একবার মমতার মুখে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ।