Mamata Banerjee: হঠাৎ গাড়ি থেকে নেমে পড়লেন ‘দিদি’, ছোট্ট শিশুকে কোলে তুলে নিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী জনসংযোগের ছবি আগেও দেখা গিয়েছে। শুধু মুখ্যমন্ত্রী নন, পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে জোর দিয়েছেন অন্যান্য নেতা-নেত্রীরাও।

Mamata Banerjee: হঠাৎ গাড়ি থেকে নেমে পড়লেন 'দিদি', ছোট্ট শিশুকে কোলে তুলে নিলেন মুখ্যমন্ত্রী
রাস্তায় নেমে পড়লেন মমতা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 6:49 PM

কলকাতা : বুধবার রাজ্য বাজেট পেশ হওয়ার পরই পশ্চিম মেদিনীপুরের দিকে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে যাওয়ার পথেই সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে আচমকাই গাড়ি থেকে নেমে পড়েন তিনি। বৃহস্পতিবার রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। তার বুধবার বিকেলেই জেলায় পৌঁছে গিয়েছেন তিনি। সেখানেই দেখা গেল মমতার সেই চেনা জমসংযোগের ছবি।

বিকেল ৩ টে ৪৫ মিনিটে পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নামে মমতা। এরপর সড়কপথে রওনা হন সার্কিট হাউসের দিকে। সেখানেই থাকার কথা তাঁর। মমতার যাত্রাপথের দু ধারে এদিন দাঁড়িয়ে ছিলেন বহু উৎসাহী মানুষ। অনেকের হাতে ছিল সরকারি প্রকল্পের নাম লেখা ব্যানার।

সার্কিট হাউস মোড়ের ঠিক আগে আচমকা থেমে যায় তাঁর কনভয়। গাড়ি থেকে নেমে পড়েন তিনি। দাঁড়িয়ে থাকা মানুষের দিকে তাকিয়ে হাত নাড়েন তিনি। দুপাশেই এগিয়ে গিয়ে হাত মেলান উৎসাহী জনতার সঙ্গে। চারপাশ থেকে ‘দিদি’ বলে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করেন অনেকেই। তাঁদের সামাল দিতে তৎপর হন কর্তব্যরত পুলিশকর্মীরা। এরপর গাড়িতে ওঠার আগে এগিয়ে গিয়ে এক ছোট্ট শিশুকে মায়ের কোল থেকে নিজের কোলে তুলে নেন মমতা।

এ দৃশ্য অবশ্য নতুন নয়। সাম্প্রতিককালে একাধিকবার জেলায় গিয়ে মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। কখনও কারও বাড়ির উঠোনে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনেছেন তিনি। আবার কোথাও কারও উঠোনে বসে তাঁদের রান্না করা ভাত চেয়ে খেয়েছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মেদিনীপুরে অনুষ্ঠান শেষ করে পুরুলিয়া যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেও রয়েছে পরিষেবা প্রদান অনুষ্ঠান। পরের দিন শুক্রবার বাঁকুড়ায় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার মেদিনীপুরে অনুষ্ঠান মঞ্চ থেকে ৪৫টি প্রকল্পের উদ্বোধন, ৫১টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে ৬৫ জন উপভোক্তার হাতে বিভিন্ন রকম সরকারি পরিষেবা ও সামগ্রীও তুলে দেবেন। মঞ্চের নীচে বিভিন্ন দফতরের কেন্দ্র থেকে ১ হাজার ৭৯৫ জন উপভোক্তা সরকারি প্রকল্পের কাগজ নেবেন। এছাড়াও জেলার ব্লক অফিসগুলি থেকে একই সঙ্গে ১ লক্ষ ৮ হাজার ৫৪১ জন উপভোক্তা এই পরিষেবা পাবেন।