Dilip Ghosh on Dev: ‘ব্ল্যাকমেল করছে ওরা… দম থাকলে রিজাইন করে দেখাও… !’, দেবকে বললেন দিলীপ
Dilip Ghosh on Dev: লোকসভা ভোটের আগে দেব বলেছিলেন, তিনি রাজনীতি ছেড়ে দিতে চান। ঘাটাল মাস্টারপ্ল্যান না হওয়ায় হতাশাও প্রকাশ করেছিলেন তিনি।

মেদিনীপুর: সোমবার ২১ জুলাইয়ের মঞ্চে দেখা গেলেও তেমন সক্রিয় ভূমিকায় ছিলেন না দেব। জানা গিয়েছে, শুটিং-এর কাজে স্কটল্যান্ডে ছিলেন দেব। সেখান থেকে সোমবার সোজা চলে আসেন কলকাতায়, পৌঁছে যান ধর্মতলায়। সেই সভার ২৪ ঘণ্টা পরই দেবের রাজনৈতিক ভূমিকা, সাংসদ হিসেবে তাঁর কাজ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
সোমবার, তিনি খড়্গপুরে একটি সভা করেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবের সমালোচনা করেন দিলীপ ঘোষ। ঘাটালে প্রবল বন্যা হওয়া সত্ত্বেও কেন দেব সেখানে একবারও গেলেন না? তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। তাঁর দাবি, দেবের পদত্যাগ করা উচিত।
লোকসভা ভোটের আগে দেব বলেছিলেন, তিনি রাজনীতি ছেড়ে দিতে চান। ঘাটাল মাস্টারপ্ল্যান না হওয়ায় হতাশাও প্রকাশ করেছিলেন তিনি। পরে দেবের সামনে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, কেন্দ্রের অপেক্ষা না করে মাস্টারপ্ল্যান করে দেবেন তিনিই। তারপরও কেন ঘাটালে যাচ্ছেন না দেব?
দিলীপ ঘোষ বলেন, “দেব ভাল ছেলে। কিন্তু এরকম ভাল ছেলে, কী হবে! যে ছেলে কোনও কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে? দম থাকলে রিজাইন করে দেখাও। মেদিনীপুরের লোকদের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না।”
দিলীপের দাবি, দেবকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। বলা হচ্ছে, ভোটে না দাঁড়ালে সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন বন্ধ করে দেব। সেই কারণেই দেবকে ভোটে দাঁড়াতে হচ্ছে। গরু পাচার মামলায় দেব-কে যে ইডি দফতরে তলব করা হয়েছিল, সেটা তৃণমূলের ষড়যন্ত্র বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। ‘চোরদের কাছে মাথানত কর না’, দেবকে পরামর্শ দিলীপ ঘোষের। এই প্রসঙ্গে এখনও পর্যন্ত তৃণমূল সাংসদ দেবের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
