Dilip Ghosh: ‘কাঁচা বাঁশ তৈরি রাখুন, সব টাকা উসুল হবে’, পার্থ ইস্যুতে দিলীপের নয়া নিদান

Paschim Medinipur: শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের মাকলিতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে সভামঞ্চে বক্তৃতা দিতে উঠে নিয়োগ কেলেঙ্কারি নিয়ে সরব হন।

Dilip Ghosh: 'কাঁচা বাঁশ তৈরি রাখুন, সব টাকা উসুল হবে', পার্থ ইস্যুতে দিলীপের নয়া নিদান
পার্থকে আক্রমণ দিলীপের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2022 | 6:25 AM

গোয়ালতোড় (পশ্চিম মেদিনীপুর): একবার নয়, একাধিকবার বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের গলায়। শনিবারও বক্তব্য রাখতে গিয়ে একই রকম বিতর্কিত মন্তব্য করে বসেন দিলীপ। পার্থ চট্টোপাধ্যায় ইস্যু তাঁর সোজা কথা, ‘কাঁচা বাঁশ তৈরি রাখুন, রাস্তায় জামাকাপড় খুলে সব টাকা উসুল করা হবে।’

শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের মাকলিতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে সভামঞ্চে বক্তৃতা দিতে উঠে নিয়োগ কেলেঙ্কারি নিয়ে সরব হন। এক যোগে পার্থ চট্টোপাধ্যায় থেকে তৃণমূল সকলে আক্রমণ করতে শোনা গেল বিজেপি এই নেতার গলায়। এ দিন, সভামঞ্চে দাঁড়িয়ে দিলীপ বলেন, ‘পিঠে তেল দিয়ে রাখো, কে কত টাকা দিয়েছেন কত মাখা জুগিয়েছেন সব লিখে রাখুন, রাস্তায় জামা কাপড় খুলে সব উসুল করবো। দৌড় করানো হবে। কালীঘাট থেকে ভবানীপুর অবধি দৌড়াতে হবে, কাউকে ছাড়া হবে না।’

এখানেই শেষ নয়, শাসক শিবিরকে কড়া ভাষায় হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপির এই দাপুটে নেতা। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তাঁর নিদান, ‘কাঁচা মাংস তৈরি রাখুন।’ পরে তৃণমূল কর্মীদের প্রতি দিলীপের হুঁশিয়ারি, ‘যা শুরু হয়েছে তাতে ধমকানো ভুলে যাও সাধারণ মানুষ বাড়ি থেকে বার করে গাছে বেঁধে জুতোপেটা করবে।’

উল্লেখ্য, একটা গোটা সপ্তাহ কেটে গিয়েছে নিয়োগ কেলেঙ্কারি নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি। ঘটনায় নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের। অর্পিতার একাধিক বসত থেকে উদ্ধার হয়েছে কোটি-কোটি টাকা ও সোনার গহনা। যা গুনতে-গুনতে ক্লান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারীকরা। ইতিমধ্যে তদন্তের স্বার্থে দুই অভিযুক্তকেই হেপাজতে নিয়েছে ইডি। প্রতিদিন চলছে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ। নিত্যদিন উঠে আসছে নতুন-নতুন তথ্য। ইডি সূত্রে খবর, অর্পিতা ইতিমধ্যেই দাবি করেছেন, তাঁর ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হলেও সেই টাকা তাঁর নয়।এ বল তিনি পার্থের কোর্টেই ঠেলে দিয়েছেন। কিন্তু তদন্ত যত এগোচ্ছে, প্রশ্ন উঠছে অর্পিতা কি কারও কালো টাকার হদিশ জানেন? তাঁর শেল কোম্পানি কি এই কালো টাকা সাদা করার কাজে কোনওভাবে জড়িয়ে? এখন এই সকল একাধিক প্রশ্নের উত্তর মেলা বাকি রয়েছে।