West Midnapore: ক্লাস ফাইভের কিশোরীর সঙ্গে লাগাতার যৌন সঙ্গম যুবকের ! স্ত্রী কন্ডোম দেখে ফেলতেই যা ঘটল…
West Midnapore: অভিযোগ, সবার অলক্ষ্যে পাশের বাড়ির কিশোরীকে ফুসলিয়ে বাড়িতে এনে দিনের পর দিন চলত যৌন সঙ্গম। কিন্ত, আচমকা ফাঁস হয়ে যায় যুবকের কুকর্ম।
দাসপুর: বিগত কয়েক বছরে বাংলায় নারী নির্যাতেন(Women Abuse) পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছে। যা নিয়ে বারবারই সরব হয়েছেন সমাজকর্মীরা। তবে শুধু সাবালিকারা নন, পুরুষদের যৌন লালসার হাত থেকে রেহাই পাচ্ছে না নাবালিকারাও। এরইমধ্যে এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনার খবর সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরে(West Medinipur)। পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গেই যৌন সঙ্গমের অভিযোগ উঠেছে এক বিবাহিত যুবকের বিরুদ্ধে। এ ঘটনাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুরে।
অভিযোগ, সবার অলক্ষ্যে পাশের বাড়ির কিশোরীকে ফুসলিয়ে বাড়িতে এনে দিনের পর দিন চলত যৌন সঙ্গম। কিন্ত, আচমকা ফাঁস হয়ে যায় যুবকের কুকর্ম। বাড়িতে পড়ে থাকা কন্ডোম দেখে প্রথমে সন্দেহ হয় যুবকের স্ত্রীর। তাঁর পরই স্বামীর কাছে কৈফিয়ত চাওয়ায় তুমুল ঝাগড়া বেঁধে যায় দুজনের মধ্য। অশান্তির রেশ পৌঁছায় কিশোরীর বাড়িতেই। এরপরই কিশোরীর বাড়ির লোকজন অভিযুক্ত যুবকের নামে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে যৌন অপরাধ বিরোধী শিশু-সুরক্ষা আইনে (পসকো) মামলা হয়েছে বলে খবর।
ইতিমধ্যেই অভিযুক্ত যুবক ও নির্যাতিতা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। এদিকে শ্লীলতাহানির খবর চাউর হতেই ব্য়াপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অন্যদিকে শনিবারই অভিযুক্তকে আদালতে তোলে পুলিশ। সেখানে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনা প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, “আমাদের মেয়ের যা ক্ষতি হওয়ার হয়েছে। আমরা ওই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরকম ঘটনা যেন কোনওদিন না ঘটে। আজকে আমাদের মেয়েকে করল, কাল অন্য মেয়ের সঙ্গে এই অন্য়ায় করবে। আমাদের পাড়ায় প্রথম এ ধরনের ঘটনা ঘটল। ওর তো নিজের একটা ছেলে, একটা মেয়ে আছে।”