Daspur Fire: ‘আগুন-আগুন করে চিৎকার করছিল কয়েকজন, ছুটে গেলাম, গিয়ে দেখি…’
Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের চাঁইপাটের চাকির হাটের ঘটনা। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে গোডাউন, আগুন নেভাতে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন।
দাসপুর: ভয়াবহ আগুন লাগল দাসপুরে। পুড়ে গেল গাড়ি। বেশ কয়েক লক্ষ টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেল। পশ্চিম মেদিনীপুরের চাঁইপাটের চাকির হাটের ঘটনা। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে গোডাউন, আগুন নেভাতে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন।
জানা গিয়েছে, দাসপুর থানার চাকির হাটে কাশীনাথ চাকি ওরফে বাপন চাকির ডেকরেটরের গোডাউনে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে। বাড়ি ও কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি এখনও।
পরে স্থানীয় বাসিন্দারা আগুন লাগার খবর পেয়ে নেভানোর কাজে লাগায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে লক্ষাধিক টাকার জিনিসপত্র। এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘রাত দশটার সময় বুঝতে পারি আগুন লেগেছে। রাত্রি সাড়ে ন’টার সময়ও আমরা এখান থেকে ঘুরে গিয়েছি। তখনও কিছু হয়নি। আচমকা আগুন ধরে গেল? এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।’ অপর আর একজন বাসিন্দা বলেন, ‘আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমরা খেতে বসেছিলাম। সেই সময় আচমকা একজন চিৎকার করে বলল আগুন-আগুন। তারপর ছুটে যাই। কিন্তু গিয়ে দেখি ততক্ষণে সবটা শেষ হয়ে গেল।’