ঘাটাল: কথায় বলে ভোট বড় বালাই! ভোট এলে রাজনৈতিক নেতারা যে কী কী করেন, তার হিসাব মেলা ভার। এই তো আরামবাগের তৃণমূল প্রার্থী ভোটের প্রচারে নেমে মাঠে লাঙল টানলেন, তুললেন আলু, এমনকী ঝুড়ি ভর্তি আলু নিয়ে মেঠো রাস্তা ধরে হাঁটাও লাগালেন। ভোটারদের মন কাড়তে এমনই অভিনব প্রচারে দেখা গেল হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগকে। বিরোধীরা এসবকে ভোটের গিমিক বললেও, মিতালী বলছেন, তাঁর কাছে নতুন নয় এই কাজ।
এতদিন আরামবাগের সাংসদ ছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। তবে এবার আর তাঁকে টিকিট দেয়নি দল। আরামবাগে এবারের প্রার্থী মিতালী বাগ। অঙ্গনওয়াড়ি কর্মী থেকে এবার সংসদীয় ভোটের ময়দানে তিনি। প্রার্থী হয়েই মিতালী বলেছিলেন, তিনি একজন নারী হিসাবে নারীদের কথা সংসদের অলিন্দে পৌঁছে দিতে চান।
আরামবাগ লোকসভা যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত, তারমধ্যে একটি মেদিনীপুরের চন্দ্রকোনা। সেখানেই প্রচারে বেরিয়ে মাঠে চলে যান। সেখানে কৃষকরা তখন কাজ করছিলেন। আলু তোলার কাজ করছিলেন মহিলারা। তাঁদের সঙ্গে হাত লাগান মিতালীও। কৃষকরা তো বটেই, হা হয়ে যান দলের লোকেরাও। তবে চন্দ্রকোনার বিজেপি নেতা সুদীপ কুশারি বলেন, দলে ওদের নাটক চলে। এখন প্রার্থীরাও নাটক করছেন।