Bus Accident: ডাম্পারের ধাক্কায় উল্টে গেল হাওড়াগামী বাস, আহত অন্তত ১৫ যাত্রী
Daspur: রাজ্য সড়কে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা পণ্যবোঝাই ডাম্পারের। এর জেরে উল্টে গেল যাত্রীবাহী বাস।
দাসপুর: সোমবার সকালে পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। প্রায় ৬০ জন যাত্রী নিয়ে হাওড়ায় আসছিল একটি বাস। পথে একটি মালবাহী ডাম্পার সামনে থেকে ধাক্কা মারে ওই যাত্রীবাহী বাসে। এর জেরে উল্টে যায় বাসটি। চলন্ত বাস ধাক্কা খেয়ে উল্টে যাওয়ায় প্রচুর যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। প্রায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা চাঁদপুর এলাকায় সকাল সাড়ে ৭টা- পৌনে ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনা দেখেই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধার শুরু করেন। খবর যায় দাসপুর থানার পুলিশের কাছে। তার পর ঘটনাস্থলে আসে পুলিশও।
রাজ্য সড়কে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা পণ্যবোঝাই ডাম্পারের। এর জেরে উল্টে গেল যাত্রীবাহী বাস। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থেকে হাওড়া আসছিল বাসটি। প্রায় ৬০ জন যাত্রী ছিলেন সেই বাসে। যাত্রীদের মধ্যে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও ছিলেন। দাসপুর থানার চাঁদপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে ডাম্পারের ধাক্কায় উল্টে যায় বাসটি। এই ঘটনায় আহত যাত্রীদের অন্তত ১৫ জনকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরই লরির চালক পালিয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
ঘটনা নিয়ে বাসের চালক গোপাল সামন্ত বলেছেন, “আমি বাস চালাচ্ছিলাম। পেট্রোল পাম্প থেকে উঠে ডাম্পার সামনে এসে ধাক্কা মারে। আমার হাতে লেগেছে। বাসে ৬০ জন ছিল। গোয়ালতোড় থেকে হাওড়া যাচ্ছিল।” বাস দুর্ঘটনায় আহত শিক্ষিকা শর্মিষ্ঠার অভিযোগ রাফ ড্রাইভিংয়ের জন্যই এই দুর্ঘটনা। তিনি বলেছেন, “খুব জোরে বাস চলছিল। ডাম্পার এসে ধাক্কা মারে। পুরো বাস উল্টে পড়ে যায়। আমি ঘাটাল থেকে চেপেছিলাম। স্কুল যাচ্ছিলাম।” স্থানীয় বাসিন্দা রাজু মাইতি বলেছেন, “আমি পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছিলাম। তেল ভরে লরিটি বেরোনোর পরই জোরে আওয়াড হয়। দেখি বাস উল্টে গিয়েছে লরির ধাক্কায়। আমরা লরির চালককে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু ধরতে পারিনি। পালিয়ে গিয়েছে।”