Dharna: যোগ্য মর্যাদার দাবিতে স্বামীর বাড়ির সামনে ধর্না স্ত্রীর

একবছর সংসার করার পর টাকার দাবিতে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা মানতে নারাজ অঙ্কিতা। তাই স্ত্রীর যোগ্য মর্যাদার দাবিতে এদিন সকাল থেকে প্ল্যাকার্ড নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন অঙ্কিতা।

Dharna: যোগ্য মর্যাদার দাবিতে স্বামীর বাড়ির সামনে ধর্না স্ত্রীর
ডেবরায় স্বামীর বাড়ির সামনে ধর্নায় স্ত্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2023 | 7:17 PM

ডেবরা: প্রেমের স্বীকৃতির দাবিতে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের বা স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার ধর্নায় বসার ঘটনা অনেক ঘটেছে। কিন্তু, এবার যোগ্য মর্যাদার দাবিতে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী। শুধু ধর্নায় বসা নয়, একেবারে স্ত্রীর যোগ্য মর্যাদা দেওয়ার দাবি তুলে প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্নায় বসেন তিনি। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সমাধান করতে আসরে নামেন খোদ বিডিও।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নম্বর খানামোহান অঞ্চলের চকনাহাদুর এলাকায় শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছেন গৃহবধূ অঙ্কিতা পাত্র। চকনাহাদুর এলাকার বাসিন্দা দেবাশিস মাইতির সঙ্গে অঙ্কিতার বিয়ে হয়েছিল। তারপর ১০ লক্ষ টাকা পণের দাবিতেই তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং আর ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তারই প্রতিবাদে ধর্নায় বসেন অঙ্কিতা।

খড়্গপুর ২ নম্বর ব্লকের দূর্গাচক পূর্ব গ্রামের মেয়ে অঙ্কিতার বাবা উত্তর পাত্র জানান, বছর খানেক আগে তাঁর মেয়ের সঙ্গে দেবাশিস মাইতির বিয়ে হয়েছে। ইদানিংকালে দেবাশিস ও তাঁর পরিবারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা পণ চাওয়া হয় বলে অভিযোগ। টাকার জন্য তাঁরা মাস তিনেক আগে অঙ্কিতাকে বাড়ি থেকে বের করে দিতে যান বলেও অভিযোগ। তারপর পরিস্থিতি ঠাণ্ডা করতে তিনি সকলের সঙ্গে কথা বলে কয়েকদিনের জন্য মেয়েকে বাড়িতে নিয়ে যান। তারপর এখন আর দেবাশিস ও তাঁর পরিবার অঙ্কিতাকে ঘরে তুলতে নারাজ। ১০ লক্ষ টাকা পণ না দিলে তাঁকে ঢুকতে দেওয়া হবে না বলে দেবাশিসের তরফে জানানো হয়েছে বলে অভিযোগ উত্তর পাত্রের।

তবে একবছর সংসার করার পর টাকার দাবিতে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা মানতে নারাজ অঙ্কিতা। তাই স্ত্রীর যোগ্য মর্যাদার দাবিতে এদিন সকাল থেকে প্ল্যাকার্ড নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন অঙ্কিতা। যতক্ষণ না তাঁকে শ্বশুরবাড়িতে ঢুকতে দেওয়া হবে, ততক্ষণ ধর্না চলবে বলে তিনি জানিয়েছেন। যদিও দেবাশিস ও তাঁর পরিবার এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। অবশেষে ধর্না তুলতে আসরে নামেন বিডিও সিঞ্জনী চক্রবর্তী। থানায় লিখিত অভিযোগ করলে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হবে বলে অঙ্কিতাকে আশ্বাস দেন তিনি। বিডিওর সেই আশ্বাসেই এদিন সন্ধ্যায় ধর্নামঞ্চ থেকে উঠে ডেবরা থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এবার কী হয়, সেটাই দেখার!