AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birla Factory: বিড়লাদের কারখানার দরজাই খুলল না, শুরু রাজনৈতিক তরজা

বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিড়লাদের ওই কারখানার অনুষ্ঠান বাতিল হওয়ার পিছনে রয়েছে 'বিগ লোডেড ভাইরাস।' কার্যত বিজেপির দিকেই তাঁর অভিযোগের আঙুল। মমতার দাবি, কেউ বা থ্রেট দিচ্ছে, সেই কারণেই এভাবে অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

Birla Factory: বিড়লাদের কারখানার দরজাই খুলল না, শুরু রাজনৈতিক তরজা
নতুন তৈরি হওয়া কারখানাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 09, 2025 | 6:15 PM
Share

পশ্চিম মেদিনীপুর: রূপনারায়ণপুরের জাতীয় সড়কের ধারেই নির্মিত হয়েছে বিড়লা কোম্পানির একটি রঙের কারখানা। আর সেই কারখানার উদ্বোধনকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজ, বৃহস্পতিবার খড়্গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কের সঙ্গেই থাকা ওই রং কারখানার উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আচমকা সেই উদ্বোধন বাতিল করে দিয়েছে বিড়লারা। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের সংস্থার কর্ণধার অসুস্থ থাকার কারণে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে প্রশ্ন তুলেছেন খোদ মমতাই।

বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিড়লাদের ওই কারখানার অনুষ্ঠান বাতিল হওয়ার পিছনে রয়েছে ‘বিগ লোডেড ভাইরাস।’ কার্যত বিজেপির দিকেই তাঁর অভিযোগের আঙুল। মমতার দাবি, কেউ বা থ্রেট দিচ্ছে, সেই কারণেই এভাবে অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুরের বিজেপির মুখপাত্র অরূপ দাস এই প্রসঙ্গে বলেন, “মুখ্যমন্ত্রী সব জায়গায় রাজনীতি খোঁজেন। উত্তরবঙ্গের ইস্যু থেকে সাধারণ মানুষের মুখ ঘোরাতেই একটা কারখানার উদ্বোধনে রাজনীতির গন্ধ পেয়েছেন তিনি।” অন্যদিকে পাল্টা যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তীর দাবি, বাংলার মানুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকার বা বিজেপি কোনওভাবেই রাজ্যের দিকে হাত বাড়াতে চাইছে না। আর তাই আগামী ২০২৬-এ বাংলার মানুষ বিজেপিকে বুঝিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্টোপথে হেঁটে এআইটিইউসি-র জেলা নেতৃত্ব বিপ্লব ভট্টের দাবি, দাদা-দিদির খেলা বন্ধ হোক, সাধারণ মানুষের স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব খড়্গপুরে এই কারখানার উদ্বোধন হোক। তবে কবে ওই কারখানার উদ্বোধন হবে, তা এখনও স্পষ্ট নয়।