West Bengal Assembly Election 2021 Phase 2: ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ, পাল্টা হেনস্তার অভিযোগ তুলে পথে বসলেন বিজেপি কর্মীরা

বৃহস্পতিবার সকালে ডেবরা বিধানসভা কেন্দ্রের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে যান প্রার্থী ভারতী ঘোষ (Bharati Ghosh)। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

West Bengal Assembly Election 2021 Phase 2: ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ, পাল্টা হেনস্তার অভিযোগ তুলে পথে বসলেন বিজেপি কর্মীরা
ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 12:14 PM

ডেবরা: বাইরে থেকে লোক আনার অভিযোগ ভারতী ঘোষের (Bharati Ghosh) বিরুদ্ধে। উত্তেজনা ছড়াল ডেবরার ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রের সামনে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী। স্থানীয়দের অভিযোগ, এই প্রার্থী ভোটের দিন বাইরে থেকে লোক নিয়ে এসেছেন। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। পাল্টা তাদের দাবি, বিজেপি প্রার্থীকে হেনস্তা করা হচ্ছে এভাবে। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভও দেখান তাঁরা।

ভোটের সারাদিনের সব আপডেট জানতে ক্লিক করুন: West Bengal Election 2021 Phase 2 Voting LIVE: ‘১০০ বুথে এজেন্ট নেই মমতার’, ভোট দিতে যাওয়ার পথে বললেন শুভেন্দু 

বৃহস্পতিবার সকালে ডেবরা বিধানসভা কেন্দ্রের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে যান প্রার্থী ভারতী ঘোষ। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। প্রথমে ভারতীর সঙ্গীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। এলাকার লোকজনের অভিযোগ, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এলাকায়। কিন্তু ভারতী বাইরে থেকে লোক নিয়ে এসেছেন। প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাঁরা।

পাল্টা বিজেপির কর্মী-সমর্থকরাও রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, এভাবে বিজেপি প্রার্থীকে হেনস্তা করা হচ্ছে। পরে ভারতী ঘোষ গাড়িতে ওঠার সময় তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।