Bardhaman Purba Election 2024 Result: বিপুল ভোটে জয়ী চিকিৎসক শর্মিলা, এবারও বর্ধমান পূর্ব তৃণমূলের দখলে

West Bengal Bardhaman Purba Election Result 2024: উনিশের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বর্ধমান পূর্বে জিতেছিলেন সুনীল কুমার মণ্ডল। একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদ। পরে তিনি ঘাসফুল শিবিরে ফিরে আসেন। তবে তিনি টিকিট পাননি। এবার তৃণমূলের টিকিটে লড়ে জয়ী হলেন শর্মিলা সরকার। তাঁর জয়ের ব্যবধান ১ লক্ষ ৬০ হাজার ৫৭২।

Bardhaman Purba Election 2024 Result: বিপুল ভোটে জয়ী চিকিৎসক শর্মিলা, এবারও বর্ধমান পূর্ব তৃণমূলের দখলে
দেখে নিন কে কত ভোট পেলেন
Follow Us:
| Updated on: Jun 06, 2024 | 3:39 PM

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

বর্ধমান: বর্ধমান লোকসভা কেন্দ্র। কাটোয়া লোকসভা কেন্দ্র। আর দুর্গাপুর লোকসভা কেন্দ্র। ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের জেরে এই তিনটি আসন ভেঙে দুটি লোকসভা কেন্দ্র গঠিত হয়। একটি বর্ধমান পূর্ব। অন্যটি বর্ধমান-দুর্গাপুর। ২০০৯ সালে বর্ধমান পূর্ব কেন্দ্র গঠিত হওয়ার পর প্রথমবার জেতেন বাম প্রার্থী। ২০১৪ সাল থেকে আসনটি তৃণমূলের দখলে। একুশের নির্বাচনে বর্ধমান পূর্বের ৭টি বিধানসভা আসনই জেতে তৃণমূল। তবে টক্কর দিয়েছিল বিজেপি। চব্বিশের নির্বাচনে বর্ধমান পূর্বে তৃণমূলের টিকিটে লড়েন চিকিৎসক শর্মিলা সরকার। আর বিজেপির প্রার্থী অসীম কুমার সরকার। সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন নীরব খাঁ। শেষ পর্যন্ত জয়ী হলেন শর্মিলা সরকার। দেখে নিন কে কত ভোট পেলেন।

বর্ধমান পূর্ব:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল শর্মিলা সরকার ৭২০৩০২ জয়ী ৪৮.১১
বিজেপি অসীম কুমার সরকার ৫৫৯৭৩০ পরাজিত ৩৭.৩৮
সিপিএম নীরব খাঁ ১৭৬৮৯৯ পরাজিত ১১.৮১

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ রায়না ৩৩,৫১০ ৫৮,৩৩১ ১,১৩,১৮০
২০২১ রায়না ২৫,৩৩২ ৯০,৫৪৭ ১,০৮,৭৫২
২০১৯ জামালপুর ২৬,০০৭ ৭৮,২৫৭ ৮১,৯৪১
২০২১ জামালপুর ২৩,২৯৮ ৭৯,০২৮ ৯৬,৯৯৯
২০১৯ কালনা  ১৯,৬৬১ ৮২,৭২৪ ৮৬,৩৫৭
২০২১ কালনা  ১৯,০০৫ ৮৮,৫৯৫ ৯৬,০৭৩
২০১৯ মেমারি ২৮,৭৮০ ৮১,৩৮৩ ৮৬,২৮২
২০২১ মেমারি ২৫,৬১৮ ৮১,৭৭৩ ১,০৪,৮৫১
২০১৯ পূর্বস্থলী দক্ষিণ ১৭,৮৩৬ ৭৮,৩৩২ ১,০০,২৪০
২০২১  পূর্বস্থলী দক্ষিণ  ১৫,০৬১ (কংগ্রেস) ৮৮,২৮৮ ১,০৫,৬৯৮
২০১৯ পূর্বস্থলী উত্তর ২৬,৭৬৩ ৮২,৪৬৯ ৮৫,১৭৪
২০২১ পূর্বস্থলী উত্তর  ২৮,১৩৪ ৮৫,৭১৫ ৯২,৪২১
২০১৯ কাটোয়া ২৩,২১১ ৮৯,১৭৫  ৮৭,৩১৬
২০২১  কাটোয়া ১২,৯৭৬ (কংগ্রেস) ৯৮,৭৩৯ ১,০৭,৮৯৪