Burdwan: ডাকাতির ছক ছিল, তার আগেই পুলিশের জালে বামাল দুষ্কৃতী

Burdwan: শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেমারি-মালম্বা রোডে অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় মিঠু শেখকে আটক করে তল্লাশি করা হয়।

Burdwan: ডাকাতির ছক ছিল, তার আগেই পুলিশের জালে বামাল দুষ্কৃতী
গ্রেফতার দুষ্কৃতীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2024 | 8:29 PM

বর্ধমান: আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মিঠু শেখ। তার বাড়ি বর্ধমানের দেওয়ানদিঘি থানা এলাকায়। ধৃতকে শনিবার পেশ করা হয় বর্ধমান আদালতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেমারি-মালম্বা রোডে অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় মিঠু শেখকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাস্তায় ডাকাতির ছক ছিল তার।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মিঠু শেখের বিরুদ্ধে এর আগেও মন্তেশ্বর ও মেমারি থানায় মাদক মামলা রয়েছে এবং এর আগেও সে গ্রেফতার হয়েছিল। মিঠু কোন গ্যাংয়ের হয়ে কাজ করে, বড় কোনও চক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।