Katwa: কাটোয়ায় ভয়ঙ্কর ঘটনা, বৃন্দাবনে বাড়ি কেনার প্রলোভন দেখিয়ে টাকা তোলার অভিযোগ
Purba Bardhaman: অভিযোগকারীরা জানান, আমরা তাঁদের বিশ্বাস করে মোটা অঙ্কের টাকা দিয়েছিলাম। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও বাড়ি কেনা তো দূরের কথা, তাঁরা নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন। পরে সন্দেহ হলে অভিযোগকারীরা অনুসন্ধান চালিয়ে জানতে পারেন যে, অভিযুক্তরা আসলে প্রতারণা করেছে।

কাটোয়া: বলেছিলেন চাকরি পাইয়ে দেবেন। শুধু তাই নয় বৃন্দাবনেও বাড়ি কেনার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় কাটোয়ার এক মহিলার বিরুদ্ধে। ঘটনায় প্রতারিতরা একজোট হয়ে কাটোয়া থানার দ্বারস্থ হয়।
অভিযোগকারীদের দাবি, আনুমানিক দুই বছর আগে কাটোয়ার পানুহাট এলাকার মণ্ডলহাট বারুজীবি কলোনির বাসিন্দা উপাসনা তেওয়ারি ওরফে কল্পনা তেওয়ারি (স্বামী দেবব্রত তেওয়ারি)-র সঙ্গে তাঁদের পরিচয় হয়। সেই সূত্রে কল্পনা নিয়মিত তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। ক্রমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর কল্পনা তিওয়ারি তাঁদের সঙ্গে নিজের মেয়ে শুক্লা ভকত ও জামাই স্বামী সঞ্জয় ভকত এবং নাতি সুজয় ভকতের পরিচয় করিয়ে দেন। অভিযোগ, এই তিনজন মিলে চাকরি পাইয়ে দেওয়া ও বৃন্দাবনে বাড়ি কেনার প্রলোভন দেখিয়ে অভিযোগকারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেন।
অভিযোগকারীরা জানান, আমরা তাঁদের বিশ্বাস করে মোটা অঙ্কের টাকা দিয়েছিলাম। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও বাড়ি কেনা তো দূরের কথা, তাঁরা নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন। পরে সন্দেহ হলে অভিযোগকারীরা অনুসন্ধান চালিয়ে জানতে পারেন যে, অভিযুক্তরা আসলে প্রতারণা করেছে। এরপর থেকেই তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত প্রতারিতরা কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁরা আইসি-র কাছে আবেদন করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাঁদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
