Bardhaman station: ‘সিঁড়ি চওড়া করার উপায় নেই’, মেনে নিয়ে দুঃখপ্রকাশ রেলের
Bardhaman Railway station: পূর্বরেলের জেনারেল ম্যানেজার জানান, ৮ জন আহত হয়েছেন। তার মধ্যে তিনজন বেশি আহত। তাঁদের হাওড়া অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের রেলের নিয়ম মেনে প্রাপ্য অনুদান গতকাল দেওয়া হয়েছে। তিনি জানান, ডিআরএম গতকাল রাতভর বর্ধমানেই ছিলেন।

বর্ধমান: একসঙ্গে তিনটি প্ল্যাটফর্মে তিনটি ট্রেন। যাত্রীদের হুড়োহুড়ি। সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত। গতকাল বর্ধমান স্টেশনে সেই পদপিষ্ট হওয়ার ঘটনাকে দুঃখজনক বললেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর। গতকালের ঘটনার পর দফায় দফায় রেল এবং আরপিএফের আধিকারিকরা এসেছিলেন। সোমবার বিকেলে পরিদর্শনে আসেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। সিঁড়ি চওড়া করার উপায় নেই বলেও মেনে নিলেন তিনি।
বর্ধমান স্টেশন পরিদর্শনে এসে এদিন তিনি জানান, ৮ জন আহত হয়েছেন। তার মধ্যে তিনজন বেশি আহত। তাঁদের হাওড়া অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের রেলের নিয়ম মেনে প্রাপ্য অনুদান গতকাল দিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, ডিআরএম গতকাল রাতভর বর্ধমানেই ছিলেন।
গতকাল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, তিনটে প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সিঁড়ি সরু হওয়ায় সমস্যা আরও বাড়ে। এদিন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার স্বীকার করে নেন, ভিড় নিয়ন্ত্রণে আনার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, “এই স্টেশন খুব পুরনো। এই স্টেশন এত যাত্রীর জন্য তৈরি ছিল না। ১৬৭টি ট্রেন চলে এখানে।”
তিনি জানান, এখানে প্ল্যাটফর্ম খুব কম চওড়া। ওঠানামার সিঁড়ি আরও চওড়া করার উপায় নেই। তবে তিনি জানান, ফুটব্রিজ বাড়ছে। এছাড়াও, ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্ম আরও বহরে বাড়বে। ৬ মাসের মধ্যে ইয়ার্ড বাড়ানো হবে।
সাংবাদিকর প্রশ্ন করেন, ২০১৯ থেকে এই স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার তার উত্তরে জানান, ৭-৮ দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি করার চেষ্টা চলছে। ট্রেন ম্যানেজমেন্ট একটু অন্যভাবে ভাবা হচ্ছে।
তিনি এও জানান, ৫ সদ্যস্যের একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। এতে বিভিন্ন বিভাগের আধিকারিকরা রয়েছেন। তবে প্রাথমিকভাবে তিনি জানান, এখনও গাফিলতির কোনও তথ্য সামনে আসেনি। ১৫ মিনিট আগেই ট্রেনের ঘোষণা হয়েছিল। প্ল্যাটফর্ম পরিবর্তনও হয়নি। তবে আরও সব দিক খতিয়ে দেখা হচ্ছে। স্টেশনে কেউ আহত হলে দ্রুত অ্যাম্বুল্যান্স যাতে পাওয়া যায়, সে ব্যাপারে ভাবনাচিন্তা করার আশ্বাস দেন তিনি।
