Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘরে ছোট্ট শিশু ফেলে রাতভর টিকার জন্য লাইন, তবু মিলছে না প্রতিষেধক! টিকা পেতে নাকাল বাচ্চার মায়েরা

Purba Burdwan: কাটোয়া হাসপাতালে ১২ বছরের কম বয়সী শিশুদের মা ও ৪৫ বছরের বেশি বয়সের লোককে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। টিকা পাবেন মোট ১২০ জন।

ঘরে ছোট্ট শিশু ফেলে রাতভর টিকার জন্য লাইন, তবু মিলছে না প্রতিষেধক! টিকা পেতে নাকাল বাচ্চার মায়েরা
নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 6:19 PM

পূর্ব বর্ধমান: একদিকে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও ভ্যাকসিন পেতে নাকানি চোবানি খাওয়ার অভিযোগ যেখানে ভুরি ভুরি। সেখানে দুর্ভোগ বাড়ছে কম বয়সী শিশুদের মায়েরও। কেউ বা বাড়িতে ফেলে আসছেন দুধের শিশু, কেউ আবার নাছোড় বাচ্চাকে কোলে নিয়ে রাতভর টিকার লাইনে দাঁড়িয়ে। সম্প্রতি এই দুর্ভোগের ছবি দেখা গিয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে।

সন্তানদের বাড়িতে রেখে ভ্যাকসিনের কুপন নিতে লাইন দিয়েছেন মহিলারা। কোনও মহিলার শ্বশুর বা শাশুড়িও লাইন দিয়েছেন। কারণ, ছোট সন্তান ফেলে মায়েদের পক্ষে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো সম্ভব নয়। লাইনে এমন অনেকেই রয়েছেন, যাঁরা এর আগে একাধিকবার লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে ফিরে গিয়েছেন।

কাটোয়া হাসপাতালে ১২ বছরের কম বয়সী শিশুদের মা ও ৪৫ বছরের বেশি বয়সের লোককে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। টিকা পাবেন মোট ১২০ জন। অথচ লম্বা লাইন বুধবার রাত থেকে। যাঁরা এসেছেন, এর মধ্যে দীর্ঘ সংখ্যক মহিলার ঘরেই ছোট বাচ্চা রয়েছে। অনেকে আবার কোলের বাচ্চা রেখে নিজে আসতে পারেননি, শাশুড়ি কিংবা শ্বশুরকে পাঠিয়েছেন লাইন রাখতে। এ এক চরম দুর্ভোগের চিত্র।

লাইনে রাত থেকে দাঁড়িয়ে দীপ্তি দাস জানালেন, “বউমার ছোট বাচ্চা। এক বছরের বাচ্চা ফেলে ও কী ভাবে সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকবে? তাই আমি এসেছি। কুপন নিয়ে বাড়ি যাব। তার পর ও আসবে টিকা নিতে। আমি তখন বাড়িতে বাচ্চাকে দেখব। এটা সত্যি খুব কষ্টের। যাদের বাচ্চা আছে তাদের কি পোলিও সেন্টারে দিতে পারত না টিকাটা? ঘরে বাচ্চা রেখে এতক্ষণ কী করে থাকে কেউ? এগুলো তো ভেবে দেখা দরকার।” অন্যদিকে সরস্বতী বাগচী জানালেন, “বাচ্চাকে ঠাকুমার কাছে রেখে এসেছি। আমাদের টিকার জন্য ওদের খুব কষ্ট পেতে হচ্ছে। যাদের ঘরে ছোট বাচ্চা তাদের মায়েদের অন্তত বাড়িতে ভ্যাকসিন কি দেওয়া যেত না?”  আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে ‘অ্যাকশন’ মোডে ত্রিপুরা সরকার, ‘আমরা লড়ে নেব’, পালটা চ্যালেঞ্জ মমতার