Snake Bite: বিষাক্ত কামড়! চন্দ্রবোড়া সাপ হাতে নিয়ে হাসপাতালে রোগী

Snake Bite: সাপ দেখিয়ে চিকিৎসা শুরু করতে অনুরোধ রোগীর, আজব কাণ্ড হাসপাতালে।

Snake Bite: বিষাক্ত কামড়! চন্দ্রবোড়া সাপ হাতে নিয়ে হাসপাতালে রোগী
সাপ দেখিয়ে চিকিৎসা শুরু করতে অনুরোধ রোগীর, আজব কাণ্ড হাসপাতালে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 7:22 PM

কেতুগ্রাম: জ্যান্ত সাপ(Snake) সমেত হাসপাতালে(Hospital) হাজির রোগী। আচমকা চন্দ্রবোড়া সাপ দেখে হকচকিয়ে যান জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা (Doctors)। কাণ্ড দেখে স্তম্ভিত হাসপাতালের নার্স থেকে শুরু করে সাধারণ কর্মীরাও। শেষ পর্যন্ত সাপ দেখিয়ে চিকিৎসা শুরু করতে অনুরোধ করেন রোগী। ছুটে আসেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। অবশেষে সাপটিকে নিরাপদ স্থানে রেখে শুরু হয় রোগীর চিকিৎসা।  শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে বর্তমানে সুস্থ রয়েছেন রোগী। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কেতুগ্রাম ২ ব্লকের মৌগ্রামের বাসিন্দা সুব্রত মণ্ডল তাঁর তিলের জমিতে কাজ করতে গিয়ে সাপের কামড় খান। জমিতে কাজ করার সময় আচমকা তাঁর ডান পায়ে একটি চন্দ্রবোড়া সাপের দংশন করে। কিন্তু, কামড় দেওয়ার পর পালাতে পারেনি সাপটি। দেরি না করে তৎক্ষনাৎ সাপটিকে ধরে একটি প্ল্যাস্টিকে ভরে ফেলেন সুব্রতবাবু। ধরে ফেলেন বিষধরটিকে। তারপর তাঁর দু’জন প্রতিবেশীকে নিয়ে সটান হাজির হন কাটোয়া মহকুমা হাসপাতালে। এদিকে ওই ব্যক্তির হাতে সাপ দেখেই হাসপাতালের কর্মীরা প্রথমে স্তম্ভিত হয়ে যান। এ প্রসঙ্গে সুব্রত বাবু বলেন, “আমি ভাবলাম সাপ নিয়ে গেলে চিকিৎসক বুঝতে পারবেন কি সাপে কামড়েছে। তাহলে চিকিৎসা হয়তো ভাল হবে। তাই সাপ নিয়ে এসেছি। তারপর আমার প্রতিবেশীকে দিয়ে ওই সাপটি প্ল্যাস্টিকে ভরে সাবধানে আবার গ্রামে পাঠিয়ে দিই। গ্রামেই ছেড়ে দেওয়া হবে।”  

এ নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার শেখ সৌভিক আলম বলেন, “সাপ দেখে সাপে কাটা রোগীকে কি সাপে কামড়েছে জেনে চিকিৎসার সুবিধা হয়। তবে চিকিৎসকরা রোগী দেখলেই বুঝতে পারেন ওই রোগীকে বিষধর সাপে কামড়েছে কিনা। রোগী হয়তো মনে করেন সাপ নিয়ে যেতে পারলেই চিকিৎসা ভাল হবে। কিন্তু, সাপ হাসপাতালে আনলে অন্য দুর্ঘটনাও ঘটতে পারে।” এদিকে এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে গোটা এলাকায়।