Bus Accident: বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে সোজা চায়ের দোকানে ঢুকে গেল বাস! মৃত্যু এড়ানো গেলেও হাসপাতালে ১০
Bus Accident: বুধবার বিকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটে আরামবাগ রোডে রায়নার রাধাবাজারে। যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ঘরের ভিতর ঢুকে পড়ে। যদিও তার আগে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। মুহূর্তেই শোরগোল পড়ে যায় এলাকায়।
রায়না: একটুর জন্য প্রাণে বাঁচল যাত্রী বোঝাই বাস। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তীব্র গতিতে থাকার কারণেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। মৃত্যুর কোনও খবর পাওয়া না গেলেও গুরুতরভাবে ১০ জন যাত্রী জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। বুধবার বিকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটে আরামবাগ রোডে রায়নার রাধাবাজারে। যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ঘরের ভিতর ঢুকে পড়ে। যদিও তার আগে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। মুহূর্তেই শোরগোল পড়ে যায় এলাকায়।
স্থানীয় বাসিন্দারাই শুরুতে উদ্ধার কাজে হাত লাগান। পরবর্তীতে খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে উদ্ধার কাজে হাত লাগান। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাধাবাজারে রাস্তায় উপর একটি বাম্পার রয়েছে। সেই বাম্পার পার হতে গিয়েই বিপত্তি।
অনেকেই বলছেন, বাসটির গতি যদি বেশি না থাকতো তাহলে হয়তো এই ঘটনা আটকানো যেত। তবে বরাত জোরে তা বড় আকার নেয়নি। অন্যদিকে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলেও বিদ্যুতের তারের কপালে পড়েনি বাসটি। তা হলে বিপদ আরও বাড়তো বলেই মত এলাকাবাসীর।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)