AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja: কাঁধের উপর দিয়ে ৮টি ছোট হাত, মন্তেশ্বরের দুর্গার এক আলাদা রূপ

Kalna Durga Puja: জানা যায়, মানকর থেকে কাজের সূত্রে এই গ্রামে পরিবারের একাংশ চলে আসেন। এই গ্রামেও প্রতিষ্ঠা হয় পারিবারিক দেবীর। আনুমানিক সাড়ে চারশো বছরের ওপর এই গ্রামে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা।

Durga Puja: কাঁধের উপর দিয়ে ৮টি ছোট হাত, মন্তেশ্বরের দুর্গার এক আলাদা রূপ
| Edited By: | Updated on: Oct 01, 2025 | 4:01 PM
Share

মন্তেশ্বর: দেবী দুর্গা এখানে দুই হাতে বিরাজমান। বাকী ৮টি হাত রয়েছে, তবে সেগুলি খুবই ছোট। দেবীর কাঁধের উপর দিয়ে দেখা যাচ্ছে সেই হাতগুলি। মনে করা হয়, এখানে দুই হাতে দেবী মহিষাসুরমর্দিনী আর বাকি আট হাতে আশীর্বাদ করছেন। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পুজো। এই দেবীর সঙ্গে থাকা সিংহের নাম অনুসারে গ্রামের নামকরণ করা হয়েছে সিংহালী।

দেবী দুর্গা এখানে বুড়োমা নামে খ্যাত। দুর্ভিক্ষের সময় স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে থরের নৈবেদ্য দেওয়া হয় এখানে। খুব বেশি আড়ম্বর না থাকলেও প্রাচীন রীতিনীতি মেনেই আজও নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে এই দেবীর। গোটা গ্রামের মানুষজন তো বটেই আশপাশে এলাকা থেকেও প্রচুর মানুষজন দেবী দর্শনে ভিড় জমান এখানে।

জানা যায়, মানকর থেকে কাজের সূত্রে এই গ্রামে পরিবারের একাংশ চলে আসেন। এই গ্রামেও প্রতিষ্ঠা হয় পারিবারিক দেবীর। আনুমানিক সাড়ে চারশো বছরের ওপর এই গ্রামে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা।

এটাই এই গ্রামের সবথেকে প্রাচীন পুজো। এই পুজোর বিশেষ মাহাত্ম্য আছে বলে উল্লেখ করেছেন এলাকার এক বাসিন্দা। তাই এখানে আড়ম্বর নেই, নিষ্ঠা আছে। এক বাসিন্দা বলেন, ‘ভক্তিভরে পুজো করাটাই এখানে শেষ কথা।’ এই পুজোয় এখনও জারি আছে বলিপ্রথা, দেওয়া হল পাঁঠাবলি।