TMC MP Sunil Mondal: সংসদে সাসপেন্ডের বদলায় বিজেপি পঞ্চায়েত সদস্যদের বহিষ্কারের নিদান!
সাংসদদের সাসপেন্ডের পাল্টা হিসাবে বিজেপির গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের বহিষ্কারের নিদান দিলেন তৃণমূল সাংসদ। লোকসভায় তৃণমূল সাংসদদের সাসপেন্ডের প্রতিবাদে শনিবার বর্ধমানের কার্জন গেটে ধিক্কার সভার আয়োজন করা হয়। সেখানেই এ কথা বলেছেন সুনীল মণ্ডল।

বর্ধমান: সংসদের দুই কক্ষ মিলিয়ে শতাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই তালিকায় রয়েছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। সাংসদদের সাসপেন্ডের পাল্টা হিসাবে বিজেপির গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের বহিষ্কারের নিদান দিলেন তৃণমূল সাংসদ। লোকসভায় তৃণমূল সাংসদদের সাসপেন্ডের প্রতিবাদে শনিবার বর্ধমানের কার্জন গেটে ধিক্কার সভার আয়োজন করা হয়। সেখানেই এ কথা বলেছেন সুনীল মণ্ডল।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাংসদ সুনীল মণ্ডল সহ দলীয় নেতৃত্ব। সেখানেই সুনীল মণ্ডল বলেছেন, “ভারতীয় সংসদ থেকে অগণতান্ত্রিক পদ্ধতিতে ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করেছে। আপনারা কী করবেন? আপনাদের হাতে সংসদের থেকেও বড় ক্ষমতা আছে। সেটা জানেন? আপনাদের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে যে সমস্ত বিজেপি সদস্যরা আছেন, তাঁদেরকে বহিষ্কার করুন। এলাকায় তাদের প্রবেশ নিষিদ্ধ করুন। যদি ভারতীয় সংসদ থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারে, তাহলে আমরাও গ্রাম থেকে বিজেপিকে বিতাড়িত করতে পারি। এই প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে। এই জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে”
গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থেকে বিজেপি সদস্যদের তাড়ানোর কথা বলে কোনও ভুল করেননি বলে মনে করেন তৃণমূল সাংসদ। নিজের যুক্তির সপক্ষে তিনি বলেছেন, “ভারতবর্ষে তো বটেই পৃথিবীর ইতিহাসে একসঙ্গে ১৪৬ জন সাংসদকে বহিষ্কার করার নজির নেই। সংসদে হানার ঘটনা নিয়ে জানার অধিকার সবার আছে। আমরা সে বিষয়ে জানতে চেয়েছি। তার জন্য আমাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বিজেপি যদি সংসদে বহিষ্কার করতে পারে, তাহলে আমরাও পঞ্চায়েত থেকে বিজেপি সদস্যদের বহিষ্কার করতে পারি। বক্তব্যে যা বলেছি, ঠিক বলেছি।”
তবে তৃণমূল সাংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি বলেছেন, “দেশের মানুষ দেখেছেন কেন বহিষ্কার করা হয়েছে। তিনি সাংবিধান বিরোধী ও গণতন্ত্র বিরোধী কথা বলছেন। বিজেপি এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”
