AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ketugram: কেষ্টকে ছাড়াই তৃণমূলের সাংগঠনিক বৈঠক হল কেতুগ্রামে

TMC: সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর কেতুগ্রাম, আউসগ্রাম, মঙ্গলকোটের দায়িত্ব থেকে কেষ্টকে সরিয়েছে তৃণমূল। সেই সব বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে।

Ketugram: কেষ্টকে ছাড়াই তৃণমূলের সাংগঠনিক বৈঠক হল কেতুগ্রামে
কেতুগ্রামে তৃণমূলের সাংগঠনিক বৈঠক
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 12:07 AM
Share

কেতুগ্রাম: পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত হলেও কেতুগ্রামের সাংগঠনিক বৈঠক মানেই অনুব্রত মণ্ডলের উপস্থিতি। গত কয়েক বছর ধরে এমনটাই হয়ে আসছে। সেই কেতুগ্রামেই হল তৃণমূলের সাংগঠনিক বৈঠক। সেই বৈঠক কেষ্টবিহীন। এমনকি দলের ব্যানারেও ছিল না অনুব্রত মণ্ডলের ছবি। তবে অনুব্রতের অনুপস্থিতির বিষয়টি সেখানকার নেতাদের মুখে উঠে এসেছে। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর কেতুগ্রাম, আউসগ্রাম, মঙ্গলকোটের দায়িত্ব থেকে কেষ্টকে সরিয়েছে তৃণমূল। সেই সব বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। কেতুগ্রামের সাংগঠনিক বৈঠকে শনিবার যোগ দিয়েছিলেন রবীন্দ্রনাথ। যোগ দিয়ে তিনি বলেছেন, “যুদ্ধ ক্ষেত্রে জেলারেল আহত হয়ে সরে গেলে তাঁর পিছনে যে নেতৃত্ব দেয় তাঁকে এগিয়ে এসে দ্বায়িত্ব নিতে হয়।”

রাজ্য নেতৃত্বের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী কেষ্টর অধীনে থাকা তিনটি বিধানসভার দায়িত্বভার বদলের পর শনিবার বিধায়ক শেখ শাহনেয়াজের ডাকে কেতুগ্রামের ১৬টি পঞ্চায়েতের পদাধিকারীদের নিয়ে বিশেষ বৈঠক হয়। কেতুগ্রামের বিধায়কের ডাকা বৈঠকে আজ উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল এবং ডা সদ্য এই বিধানসভার দ্বায়িত্ব পাওয়া রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

সাংগঠনিক সভার শেষে সংবাদমাধ্যমকে চন্দ্রনাথ সিংহ বলেন, “রাজ্য নেতৃত্বের সাংগঠনিক সিদ্ধান্তের কথা আমরা শুনেছি। দলের তরফে   কোন  নির্দেশ এখনও পাইনি। টিভি বা খবর কাগজ পড়ে জানতে পেরেছি বীরভূম জেলা সভাপতির অধীনে থাকা পূর্ব বর্ধমানের তিন বিধানসভা সংগঠনের  দেখাশোনা করা হবে দুই জেলার নেতৃত্বদের সমন্বয় করে। তৃণমূলের পূর্ব বর্ধমানের জেলা সভাপতির সঙ্গে আমরাও থাকব।“ এছাড়াও  চন্দ্রনাথ সিংহ উপস্থিত সকল পঞ্চায়েতের পদাধিকারীদের  উদ্দেশে বলেন, “পঞ্চায়েতে কাজের ক্ষেত্রে একই ব্যক্তি বার বার ঠিকাদারি কাজ পায় কেন? এটা একদম ঠিক নয়।  কর্মীরা যাতে কোন ভুল না করে সে জন্যই এ কথা মনে করিয়ে দেওয়া।“ রবীন্দ্রনাথ বলেছেন, “অনুব্রতের নেতৃত্বে এই এলাকায় তৃণমূলের সংগঠন মজবুত হয়েছে। তাঁর অনুপস্থিতিতে আমরা যাতে এই সংগঠনকে আরও শক্তিশালী করতে পারি সেই চেষ্টা করব।”