Purba Bardhaman: কূপ খননে নেমে অসুস্থ ২ শ্রমিক, উদ্ধারে নামল ৩ জন, মর্মান্তিক ঘটনা মেমারিতে
Labourers died due to poisonous gas: ৫ জনের একটি দল সেপটিক ট্যাঙ্কের জন্য কূপ খনন করতে যায়। ২ জন প্রথমে কূপে নামেন। এরপর বিষাক্ত গ্যাসে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের কূপ থেকে উদ্ধার করতে বাকি ৩ জন কূপে নামেন। তাঁরাও অসুস্থ হয়ে যান। ৫ জনের মধ্যে ৩ জনকে কূপ থেকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২ জন কূপের মধ্যেই পড়ে থাকেন।

পূর্ব বর্ধমান: বাড়ির সেপটিক ট্যাঙ্কের জন্য কূপ খননের কাজ হচ্ছিল। আর সেই কূপ খনন করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল ২ জনের। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারিতে। মৃতদের নাম সাবির আলি প্রধান ও সামু। সাবিরের বাড়ি পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামে। আর সামুর বাড়ি হুগলির পাণ্ডুয়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মেমারির উত্তর কৈলাশপুর গ্রামের বাসিন্দা দেবাশিস সিংহরায়ের বাড়িতে ৫ জনের একটি দল সেপটিক ট্যাঙ্কের জন্য কূপ খনন করতে যায়। ২ জন প্রথমে কূপে নামেন। এরপর বিষাক্ত গ্যাসে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁদের কূপ থেকে উদ্ধার করতে বাকি ৩ জন কূপে নামেন। তাঁরাও অসুস্থ হয়ে যান। বিপদ বুঝে ওই ৩ জনকে কূপ থেকে উদ্ধার করা হয়।কিন্তু, বাকি ২ জন কূপের মধ্যেই পড়ে থাকেন।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসেন। ততক্ষণে কূপে আটকে পড়া ২ জন মারা যান। তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা বলছেন, ওই কূপে বিষাক্ত গ্যাস নাকে ঢোকার জেরে শ্রমিকদের মৃত্যু হয়েছে। অসুস্থ ৩ জন প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। সহকর্মীদের মৃত্যুতে মুষড়ে পড়েন তাঁরা।
