AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan University: ‘বাইরের লোক হস্টেলে ঢুকে পড়েন’, নিরাপত্তা নিয়ে প্রশ্ন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের

Burdwan University: হস্টেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অহনা মণ্ডল নামে এক ছাত্রী বলেন, "হস্টেলের চারিদিকে জঙ্গল। নিরাপত্তারক্ষীরা সবসময় থাকেন না। বাইরে থেকে অনেকসময় অনেকে ঢুকে পড়েন। সেইসব সমস্যা আমাদের সামলাতে হয়।"

Burdwan University: 'বাইরের লোক হস্টেলে ঢুকে পড়েন', নিরাপত্তা নিয়ে প্রশ্ন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের
কী বলছেন ছাত্রীরা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 26, 2025 | 2:20 PM
Share

বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হস্টেলে নিরাপত্তার অভাব। পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি। পানীয় জলের সংকট। এইসব অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন হস্টেলে থাকা পড়ুয়ারা। শনিবার এই নিয়ে সরব হন তাঁরা। হস্টেলে নিরাপত্তা-সহ একগুচ্ছ দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন হস্টেলে থাকা পড়ুয়ারা। হস্টেলে থাকা ছাত্রীরা অভিযোগ, বাইরের লোকজন অনেকসময় হস্টেলে ঢুকে পড়েন। সমস্যায় পড়তে হয় তাঁদের।

বিভিন্ন জেলা থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকেন। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ , হস্টেলের নিরাপত্তা নিয়ে তাঁরা যথেষ্ট উদ্বিগ্ন। নিরাপত্তারক্ষীরা প্রশিক্ষণপ্রাপ্ত নন বলে অভিযোগ তাঁদের। তাদের দাবী অবিলম্বে নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে অথবা প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হবে। হস্টেল চত্বর আগাছায় ঢাকা পড়ে গিয়েছে বলে তাঁদের অভিযোগ। এদিন নিজেদের দাবি উপাচার্যকে জানাতে বিশ্ববিদ্যালয়ের আসেন পড়ুয়ারা। কিন্তু, বিশ্ববিদ্যালয়ে ঢোকার গেটে তালা দেওয়া ছিল। সেই তালা ভেঙেই ভেতরে ঢোকেন পড়ুয়ারা।

গেটের তালা ভেঙে ভেতরে ঢোকেন পড়ুয়ারা

পূর্ণেন্দু দাস নামে এক বিক্ষোভকারী ছাত্র বলেন, “আজকে শনিবার। ক্লাস বন্ধ। তাই পড়াশোনার ক্ষতি না করে আজকে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমাদের দাবি নির্দিষ্ট। হস্টেলে যেন প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়। হস্টেল পরিষ্কার-পরিচ্ছন্ন নয়। পানীয় জল পর্যাপ্ত পাওয়া যায় না। তাই আজ আমাদের দাবি উপাচার্যকে জানাতে এসেছি। সমস্যার সমাধান না হলে বিক্ষোভ চলবে।

হস্টেলের নিরাপত্তা নিয়ে সরব ছাত্রীরা

হস্টেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অহনা মণ্ডল নামে এক ছাত্রী বলেন, “হস্টেলের চারিদিকে জঙ্গল। নিরাপত্তারক্ষীরা সবসময় থাকেন না। বাইরে থেকে অনেকসময় অনেকে ঢুকে পড়েন। সেইসব সমস্যা আমাদের সামলাতে হয়। পানীয় জলেরও সমস্যা রয়েছে। অনেক সময় বিদ্যুৎ থাকে না। জেনারেটরও নেই অনেক হস্টেলে।”