Cooperative Election: মুখ্যমন্ত্রীর সফরের আগে সমবায় সমিতির ভোটে জয়, উল্লসিত গেরুয়াশিবির

চণ্ডীপুর ব্লকের বৃন্দাবনপুর ১ গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত এড়াশাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটকে ঘিরে উত্তেজনা ছিল সকাল থেকেই। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় চণ্ডীপুর থানার পুলিশ। ওই সমিতিতে মোট ৯টি আসনে প্রার্থী দেয় দুইপক্ষ। সমবায় সমিতি নির্বাচনে কোনও প্রতীক না থাকলেও লড়াই ও উত্তেজনা ছিল চরমে।

Cooperative Election: মুখ্যমন্ত্রীর সফরের আগে সমবায় সমিতির ভোটে জয়, উল্লসিত গেরুয়াশিবির
জয়ের পর উল্লাসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 7:12 AM

চণ্ডীপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর পূর্ব মেদিনীপুর সফরের কয়েক ঘণ্টা আগে ধাক্কা এল শাসক দল তৃণমূল কংগ্রেসের শিবিরে। সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জিতল রাজ্যের বিরোধী দল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের বৃন্দাবনপুর ১ গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত এড়াশাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল রবিবার। সকাল থেকেই এই নির্বাচন ঘিরে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। তাতেই জয় পেয়েছে পদ্মশিবির। এই জয় লোকসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মত রাজনৈতিক মহলের।

জানা গিয়েছে, চণ্ডীপুর ব্লকের বৃন্দাবনপুর ১ গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত এড়াশাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটকে ঘিরে উত্তেজনা ছিল সকাল থেকেই। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় চণ্ডীপুর থানার পুলিশ। ওই সমিতিতে মোট ৯টি আসনে প্রার্থী দেয় দুইপক্ষ। সমবায় সমিতি নির্বাচনে কোনও প্রতীক না থাকলেও লড়াই ও উত্তেজনা ছিল চরমে। ৯টি আসনের মধ্যে রাজ্যের বিরোধী দল বিজেপি ৬টি আসন পায়। শাসক দল তৃণমূল কংগ্রেস ৩টি আসন জয়লাভ করে। জয়ের পর আবির খেলায় মেতে উঠেন জয়ী সমবায় সমিতির সদস্যরা থেকে বিজেপি কর্মীরা। আবির ও বাজি ফাটিয়ে উল্লাস করেন তাঁরা।

এই জয় নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি পুলক কুমার গুড়িয়া বলেছেন, “সব থেকে পুরনো সমবায় সমিতি। ১০৪ বছরের বেশি পুরনো। সেখানেই তৃণমূল ও সিপিএম যেভাবে দুর্নীতি করে গিয়েছে দিনের পর দিন। এলাকার নেতৃত্ব থেকে ও স্থানীয় বাসিন্দারা সমবায় সমিতি বাঁচানোর জন্য গর্জে উঠেছেন।” অন্য দিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি, এখানে কোন প্রতীক থাকে না। বিজেপি অহেতুক উল্লাস করছে। প্রতীক থাকে না তাই ব্যক্তি কেন্দিক ভোট হয়।