Nandigram Crime: জল চেয়ে বন্ধ করল দরজা! বন্ধুত্বের সুযোগ নিয়ে নন্দীগ্রামের যুবতীকে…
Physical Assault: শুক্রবার রাত ১০টা নাগাদ যুবতীর বাড়িতে এসেছিলেন ২ অভিযুক্ত যুবক। ওই দুজনই যুবতীর পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। স্থানীয় একটি অনুষ্ঠান দেখতে যাওয়ার পথে জল খাওয়ার জন্য তাঁর বাড়িতে এসেছে বলে যুবতীকে জানায় অভিযুক্তরা। যুবতী জল আনতে বাড়ির ভিতর গেলেই অভিযুক্তরা দরজা বন্ধ করে দেয় বলে অভিযোগ।
নন্দীগ্রাম: বাড়িতে এসে জল খাওয়ার নাম করে যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই দুই বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামে। যুবতীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। রবিবার দুই অভিযুক্তকে তোলা হয়েছিল হলদিয়া মহকুমা আদালতে। বিচারক ধৃতদের জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা ঘিরে উত্তেজনা রয়েছে নন্দীগ্রাম থানা এলাকার ওই গ্রামে।
পুলিশ সূএে জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা নাগাদ যুবতীর বাড়িতে এসেছিলেন ২ অভিযুক্ত যুবক। ওই দুজনই যুবতীর পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। স্থানীয় একটি অনুষ্ঠান দেখতে যাওয়ার পথে জল খাওয়ার জন্য তাঁর বাড়িতে এসেছে বলে যুবতীকে জানায় অভিযুক্তরা। যুবতী জল আনতে বাড়ির ভিতর গেলেই অভিযুক্তরা দরজা বন্ধ করে দেয় বলে অভিযোগ। এর পর ওই যুবতীকে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। অপর যুবক সেই কাজে তাঁকে সাহায্য করে বলে অভিযোগ। ধর্ষণের পর ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দুই অভিযুক্ত দেয় বলে অভিযোগ। যুবতীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর যুবতী নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তড়িঘড়ি পুলিশ দুই অভিযুক্তকে পাকড়াও করে।
ঘটনা নিয়ে নন্দীগ্রাম থানায় এক পুলিশ আধিকারিক বলেন, “নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তরা যুবতীর পূর্ব পরিচিত।” এই ঘটনা নিয়ে নির্যাতিতা যুবতী বলেছেন, “ওদের আমি চিনতাম। আমাদের বাড়িতে আসত। শুক্রবার অনুষ্ঠান দেখতে যাওয়ার পথে আমার বাড়িতে আসে। তার পর অত্যাচার করে আমাকে। স্থানীয় বাসিন্দারা এলে ওরা পালিয়ে যায়। বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার সঙ্গে এই ঘটনা ঘটল। অভিযুক্তদের কঠোর শাস্তি চাইছি।”