AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মদ খেয়ে স্টাফরুমে ঢুকে শিক্ষকদের প্রাণনাশের হুমকি, অকথ্য গালিগালাজ

Purba Medinipur School: ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ সরিফ, বাড়ি মল্লিকচক গ্রামে। নন্দকুমার থানার ওসি অমিত দেব জানিয়েছেন এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

মদ খেয়ে স্টাফরুমে ঢুকে শিক্ষকদের প্রাণনাশের হুমকি, অকথ্য গালিগালাজ
বিক্ষোভে শিক্ষকরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 20, 2025 | 10:32 PM
Share

নন্দকুমার: অভিযোগ, স্কুল চলাকালীন স্টাফরুমের মধ্যে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, এমনকী প্রাণ নাশের হুমকি দিয়েছেন এক মদ্যপ যুবক। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার অন্তর্গত মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠের ঘটনা। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, বুধবার দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। হঠাৎ করে স্কুল চলাকালীন স্টাফরুমের মধ্যে ঢুকে পড়েন এক মদ্যপ যুবক।

প্রধান শিক্ষক ঘটনার সময় স্কুলে উপস্থিত থাকলেও কেন সেই মুহূর্তে কোনও পদক্ষেপ করা হল না? সেই প্রশ্ন তুলেছেন শিক্ষক-শিক্ষিকারা। এর কোনও উত্তর দেননি প্রধান শিক্ষক। তাই নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে ঘরের মধ্যে আটকে রেখে সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন শিক্ষক-শিক্ষিকারা। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসেছিলেন শিক্ষক শিক্ষিকারা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ সরিফ, বাড়ি মল্লিকচক গ্রামে। নন্দকুমার থানার ওসি অমিত দেব জানিয়েছেন এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা এবং অভিভাবকদের একাংশ প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছেন।

প্রধান শিক্ষক তারাপদ সিটকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “গ্রুপ ডি আর ক্লার্ককে ডেকে আমি বিষয়টা জানার চেষ্টা করেছিলাম। ওদেরকেই বলেছিলাম যুবককে বের করে দিতে। ওরা জানিয়ে দেয় যে ওরা করতে পারবে না।” স্কুলের প্রেসিডেন্টকে ফোন করে ঘটনার কথা জানান তিনি। প্রধান শিক্ষকের দাবি, প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে গেলে যেটুকু সময় লাগে, তার মধ্যে বিষয়টি মিটে যায়।