Lakshman Seth: সাত সকালে লক্ষ্মণ শেঠের বাড়িতে ED তল্লাশি

Lakshman Seth: মঙ্গলবার সকাল থেকেই ইডি তল্লাশি শুরু হয়েছে। মেডিক্যাল তথা ডাক্তারি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন শুরু হয়েছে তল্লাশি।

Lakshman Seth: সাত সকালে লক্ষ্মণ শেঠের বাড়িতে ED তল্লাশি
লক্ষ্মণ শেঠের বাড়িতে ইডি-র হানাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2024 | 10:00 AM

হলদিয়া: সল্টলেকের পাশাপাশি হলদিয়াতেও চলছে ইডি তল্লাশি। মঙ্গলবার সকালে প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান রাজনীতিক লক্ষ্মণ শেঠের বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। ‘অঙ্গীকার’ নামের সেই বাড়িতেই এদিন ছিলেন প্রাক্তন সাংসদ। স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। শুধু তাঁর বাড়িতেই নয়, তাঁর তৈরি করা বেসরকারি হাসপাতাল ‘আই কেয়ার’-এও তল্লাশি চালানো হচ্ছে।

ডাক্তারিতে এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ইডি-র কাছে সেই অভিযোগ জমা পড়ার পর শুরু হয় তদন্ত। আর সেই তদন্তের সূত্র ধরেই এদিন রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। রাজ্যের একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে এই অভিযোগের তালিকায়। তার মধ্যে অন্যতম লক্ষ্মণ শেঠের এই কলেজ।

বাম আমলে সিপিএম-এর দাপুটে নেতা ছিলেন লক্ষ্মণ শেঠ। হলদিয়া জুড়ে তাঁর দাপটের কথা শোনা যেত। বাম জমানা শেষ হওয়ার পর দলবদল করেন তিনি। বর্তমানে প্রদেশ কংগ্রেসের রাজ্য সহ সভাপতি লক্ষ্মণ শেঠ। তবে, বছর ৭৯-এর লক্ষ্মণ শেঠকে এখন আর সেভাবে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায় না।

এই খবরটিও পড়ুন

লদিয়া মেডিক্যাল কলেজের তরফ থেকে একটি বড় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আজ, মঙ্গলবার তার উদ্বোধনে বেলজিয়ামের ফুটবল কোচ ফিলিপ ইন্ডি রাইডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২০টি মেডিক্যাল কলেজের ফুটবল টিম সেই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে ১ লক্ষ টাকা। সেই অনুষ্ঠানের উদ্বোধন করার কথা ছিল লক্ষ্মণ শেঠের। তার আগেই এই তল্লাশি শুরু হয়েছে। তল্লাশি চলছে বজবজে এক মেডিক্যাল কলেজের মালিক জগন্নাথ গুপ্তার বাড়িতেও। যাদবপুরের বেসরকারি মেডিক্যাল কলেজেও তল্লাশি চালানো হচ্ছে।