Kanthi Election 2024 Result: কাঁথিতে বিজেপির জয়, কত ভোটে খেলা ঘোরালেন সৌমেন্দু?

Jun 06, 2024 | 3:27 PM

West Bengal Kanthi Election Result 2024: একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। শুভেন্দুর ভাই সৌমেন্দু এবার কাঁথিতে বিজেপির প্রার্থী। শুভেন্দুর আর এক ভাই দিব্যেন্দু অধিকারীও লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। এই আবহে কাঁথি লোকসভার ভোট বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জিতলেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। ৪৭ হাজার ৭৬৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

Kanthi Election 2024 Result: কাঁথিতে বিজেপির জয়, কত ভোটে খেলা ঘোরালেন সৌমেন্দু?
দেখে নিন কে কত ভোট পেলেন

Follow Us

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

কাঁথি: একসময় অধিকারী গড় হিসেবেই পরিচিত ছিল কাঁথি লোকসভা কেন্দ্র। ১৯৫২ সাল থেকে কখনও কংগ্রেস, কখনও সিপিএম এই আসনে জয়ী হয়েছে। কাঁথি লোকসভায় প্রথবার ঘাসফুল ফোটে ১৯৯৯ সালে। ২০০৪ সালের নির্বাচনে আসনটি পুনর্দখল করে সিপিএম। কিন্তু, ২০০৯ সাল থেকে তৃণমূলের দখলে কাঁথি। উনিশের নির্বাচনে সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু এবার বিজেপির প্রার্থী। তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ী হলেন তিনি। দেখে নিন কে কত ভোট পেলেন।

কাঁথি:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল উত্তম বারিক ৭,১৫,৪৩১ পরাজিত ৪৬.৭৩
বিজেপি সৌমেন্দু অধিকারী ৭,৬৩,১৯৫ জয়ী ৪৯.৮৫
কংগ্রেস ঊর্বশী ভট্টাচার্য ৩১,১২২ পরাজিত ২.০৩

 

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ চণ্ডীপুর ১৭,১১৯ ৮৪,১১০ ৯৯,৫৭৩
২০২১ চণ্ডীপুর ৯,৮৩৭ ৯৬,২৯৮ ১,০৯,৭৭০
২০১৯ পটাশপুর ৮,৭৫৭ ৮৪,৬৯৩ ৯৯,০৪৮
২০২১ পটাশপুর ৬,৬৩১ (সিপিআই) ৯৫,৩০৫ ১,০৫,২৯৯
২০১৯ কাঁথি উত্তর ১১,৮৯১ ৯১,৯৫৯ ১,০৫,০৩৩
২০২১ কাঁথি উত্তর ৬,৫০৪ ১,১৩,৫২৪ ১,০৪,১৯৪
২০১৯ ভগবানপুর ১১,৭৫০ ৭৯,৮০৬ ১,১৭,১৯৭
২০২১ ভগবানপুর ৫,২৭৪ (কংগ্রেস) ১,২১,৪৮০ ৯৩,৯৩১
২০১৯ খেজুরি ৭,২১৫ ৯০,৯৫৩ ৯৬,৫০৬
২০২১ খেজুরি ৭,৮১২ ১,১০,৪০৭ ৯২,৪৪২
২০১৯ কাঁথি দক্ষিণ ৮,৭১২ ৭৪,৭৭৭ ৯৩,৭৯২
২০২১ কাঁথি দক্ষিণ ৬,০১৪ (সিপিআই) ৯৮,৪৭৭ ৮৮,১৮৪
২০১৯ রামনগর ১০,৫৫৮ ৯২,৩১৮ ১,০০,০৮৪
২০২১ রামনগর ৬,৭৫১ ১,০০,১০৫ ১,১২,৬২২

 

Next Article