Digha: ‘মোখার’ চোখ রাঙানিতে বজ্রআঁটুনি দিঘায়, হঠাৎ ফসকা গেরোয় পড়ে প্রাণ যাচ্ছিল যুবকের

Digha: মোখার সতর্কতার মধ্যেই সমুদ্রের টানে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসুরা হাজির হয়েছেন দিঘায়। ভিড় বেড়েছে মন্দারমণিতেও।

Digha: ‘মোখার’ চোখ রাঙানিতে বজ্রআঁটুনি দিঘায়, হঠাৎ ফসকা গেরোয় পড়ে প্রাণ যাচ্ছিল যুবকের
বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন পর্যটক
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2023 | 4:30 PM

দিঘা: রবিবার ভোররাতেই গতি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে মোখা (Cyclone Mokha)। দুপুরেই ল্যান্ডফল করেছে মায়ানমারের সিতওয়ে। হাওয়া অফিস সূত্রে খবর, ল্যান্ডফলের সময় মোখার সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় ২১০ কিলোমিটার। হাওয়া অফিসের (Weather Office Forecast) পূর্বাভাস বলছে মোখার প্রভাব রাজ্যে সরাসরি না পড়লেও সমুদ্র উত্তাল হবে। বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। সুন্দরবন (Sundarban) সংলগ্ন এলাকা থেকে দিঘা, সর্বত্রই মাঠে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা দল। চলছে সতর্কতা মূলক প্রচার। এরইমধ্যে দিঘাতে ঘটে গেল বড় বিপত্তি। প্রশানের নির্দেশ অমান্য করে দিঘায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া পর্যটক রক্ষা পেলেন বরাত জোরে।

শনিবার বিকেলে প্রশাসনের তরফে ১৫ মে পর্যন্ত সমুদ্রে স্নান করতে মানা করা হয়েছে। এই নিয়ে মাইকিং করে প্রচারও করেছে জেলা প্রশাসন। সমুদ্র সৈকতের কিছু ঘাট দড়ি দিয়ে ঘিরেও রাখা হয়েছে। কিন্তু, তারপরেও নির্দেশিকাকে অমান্য করে পর্যটকদের স্নান করতে নেমে তলিয়ে যেতে দেখা গেল রবিবার সকালে। যদিও খবর পাওয়া মাত্রই তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। ওই পর্যটকের বাড়ি কলকাতায় বলে জানা গিয়েছে। এদিকে সপ্তাহান্তে দিঘা সহ মন্দারমনি, তাজপুরে পর্যটকদের ভিড় রয়েছে যথেষ্ট। কিন্তু, এর মধ্যে এ ঘটনা ঘটে যাওয়ায় উদ্বেগ বেড়েছে সকলের মধ্যেই। 

মোখার সতর্কতার মধ্যেই সমুদ্রের টানে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসুরা হাজির হয়েছে দিঘায়। ছবিটা একই পড়শি মন্দারমণিতেও। শনি-রবিবার ভিড়টা রয়েছে আরও বেশি। তবে আবহাওয়া দফতরের সতর্কতা রয়েছে তা জানেন সকলেই। কিন্তু, তারপরেও সমুদ্রের টান উপেক্ষা করতে না পেরে কেউ কেউ চলে যাচ্ছেন সৈকতের দিকে। কেউ নেমে পড়ছেন স্নানে। তাঁদের ফের ফিরিয়ে আনা হচ্ছে। প্রচারাভিযান চালাচ্ছে এনডিআরএফ। যদিও উদ্বেগ-উৎকণ্ঠার মাঝেই দিঘা, মন্দারমণিতে আসায় আবার খানিকটা হতাশ সমুদ্রপ্রেমীরা। শনিবার থেকেই দেখা যাচ্ছে দিঘায় সমুদ্র স্নানে নেমে যাওয়া পর্যটকদের তুলে দিচ্ছেন নুলিয়া ও ডিএমজি কর্মীরা। এদিন সকাল থেকেই দিঘায় উত্তাল হয়ে উঠছে সমুদ্র, মেঘলা আকাশ। একই ছবি বকখালিতেও।