Nandigram: জলাশয় থেকে উদ্ধার হয়েছিল মহিলার দেহ, জালে ধরা পড়ল স্বামী
Nandigram: শনিবার সাত সকালে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি জলাশয় অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামের হরিপুরে এক মহিলার দেহ উদ্ধার। প্রথম থেকেই খুনের অভিযোগ তুলেছিল পরিবার। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত দাস।
শনিবার সাত সকালে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি জলাশয় অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে মৃত মহিলার নাম জানা যায়। জানা যায়, মৃতের নাম পূর্ণিমা দাস মাইতি। মহিলার বাপের বাড়ি নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোলপুকুরিয়া গ্রামে। মহিলার বাবার বাড়ির লোকজনের অভিযোগ করে থানায়।
তার ভিত্তিতে নন্দীগ্রাম থানার পুলিশ তদন্ত করে জানতে পারে মহিলার শ্বশুরবাড়ি হরিপুরের গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীগৌরিতে। পারিবারিক অশান্তির জেরে মহিলাকে খুন করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধৃত জয়ন্ত দাস পূর্ণিমা স্বামী। তাঁকেই গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। এই ঘটনায় অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। আজ হলদিয়া আদালতে তোলা হবে অভিযুক্তকে।