Haldia: এবার ৪০ লাখি কামান কিনল হলদিয়া পৌরসভা! নেপথ্যে কী কারণ?

Haldia: ইতিমধ্যে কুয়াশা-কামান কিনছে হলদিয়া পৌরসভা। ধূলোর দুষণে জেরবার শিল্পাঞ্চলের বাসিন্দা থেকে কারখানার শ্রমিক সকলেই। শ্বাসকষ্টজনিত রোগ, চর্মরোগ বিপজ্জনক মাত্রায় বেড়েছে বলে জানা যাচ্ছে।

Haldia: এবার ৪০ লাখি কামান কিনল হলদিয়া পৌরসভা! নেপথ্যে কী কারণ?
হলদিয়া পৌরসভা Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2025 | 8:08 PM

পূর্ব মেদিনীপুর: শিল্পতালুকে হলদিয়ার দূষণ রুখতে কুয়াশা কামানের পর এবার পৌরসভার ‘পরিবেশ অ্যাপ’ চালু হল। এত চেষ্টায় কি ঠেকানো যাবে দূষণ, উঠছে সেই প্রশ্ন।  দেশের রাজধানী দিল্লি কিংবা অন্য বড় নগর, শহরে দূষণ কথা প্রায় শোনা যায়। কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে দূষণ সব থেকে বেশি হয় পূর্ব মেদিনীপুর জেলার শিল্পতালুকে হলদিয়াতে। আর তাই সেই বিষয়ে নিয়ে আবার বড় উদ্যোগ নিল হলদিয়া পৌরসভা।

ইতিমধ্যে কুয়াশা-কামান কিনছে হলদিয়া পৌরসভা। ধূলোর দুষণে জেরবার শিল্পাঞ্চলের বাসিন্দা থেকে কারখানার শ্রমিক সকলেই। শ্বাসকষ্টজনিত রোগ, চর্মরোগ বিপজ্জনক মাত্রায় বেড়েছে বলে জানা যাচ্ছে। কার্বন, সালফার সহ বিভিন্ন রাসায়নিক মেশা ধুলোর দাপটে শিল্প সংস্থার দামি মেশিনও বিকল হচ্ছে বলে অভিযোগ উঠছে। ধূলিকণা দূষণ থেকে শহরবাসীকে রেহাই দিতে এবার কুয়াশা- কামান কিনেছে কর্তৃপক্ষ আগেই।

আর এই ধরনের কামান কিনতে খরচ ৩৫-৪০ লক্ষ টাকা। শহরের রাস্তায় ধুলোর দাপট কমাতে কামানের মতো মেশিনের সাহায্যে কৃত্রিম কুয়াশা তৈরি করা হবে। ধুলিকণা কুয়াশার সঙ্গে মিশে ভারী হয়ে মাটিতে নেমে এলে খানিকটা দূষণমুক্ত হবে বাতাস। আর এ সবের পর পৌরসভার উদ্দ্যোগে ‘পরিবেশ অ্যাপ’ চালু হল। এই অ্যাপের মাধ্যমে শিল্পতালুকে কোথায় কত দূষণ তা মাপা বা দেখা যাবে। আর এই অ্যাপ যে কেউ রেজিস্টার কোনও হলদিয়ার কোথায় কত দূষণ, কোন সময় হচ্ছে তাও স্পষ্ট জানতে পারবে। শুধু দূষণ নয় পৌর পরিষেবা ক্ষেত্রেও এই অ্যাপ সহায়ক হবে বলেও জানা গিয়েছে।