তমলুক: তমলুকে বিজেপির দাঁড়াচ্ছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। পদ্ম শিবিরের তরফে নামটা ঘোষণা হতেই তাঁকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল বঙ্গ রাজনীতির আঙিনায়। তবে শুধু বাংলায় নয়, তিনি এখন চর্চায় জাতীয় রাজনীতির অলিতেগলিতেও। এবার তাঁর ভোট প্রচারেই দেখা গেল স্বয়ং রাম চন্দ্রের। শুনতে অবাক লাগলেও মঙ্গলবার সন্ধ্য়ায় এই ছবিই দেখা গেল তমলুকে।
বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিরুলিয়া বাজার থেকে আমদাবাদ কলেজ পর্যন্ত রোড শো করলেন স্বয়ং শ্রীরাম চন্দ্র। ছবি দেখে এতক্ষণে নিশ্চয় ধরে ফেলেছেন অনেকেই। হ্যাঁ, কথা হচ্ছে বিখ্যাত অভিনেতা অরুণ গোভিলকে নিয়ে। ১৯৯০ সালের বিখ্যাত রামায়ণ সিরিয়ালের রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রী অরুণ গোভিল। এদিকে সেই সময় এই সিরিয়ালের জনপ্রিয়তা এমনই ছিল যে তা দেখার জন্য কার্যত স্তব্ধ হয়ে যেত গোটা দেশ। সিরিয়াল চলার সময়ে কার্যত অকাল ধর্মঘটের চেহারা নিত বাজারঘাটে। যা নিয়ে চর্চা এখনও চলে। এবার কার্যত ইতিহাসের পাতা থেকেই যেন সেই রামকে তুললে আনলো বিজেপি।
অরুণ গোভিলকে দেখতে এদিন সন্ধ্যায় তমলুকে ভিড় ছিল একেবারে দেখার মতো। পদ্ম প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্বয়ং রাম চন্দ্রকে দেখে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে দেখার মতো। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী সহ জেলা ও স্থানীয় নেতৃত্বরা।