Abhijit Ganguly: ‘কমিশনের অর্ডারে আমার মানহানি হয়েছে’, বলেই ফেললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Kanishka Maity | Edited By: Soumya Saha

May 21, 2024 | 8:36 PM

Abhijit Ganguly: নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য তিনি অনুরোধ করেছেন বলেও জানান প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, 'নির্বাচন কমিশনও আইনের তৈরি একটি কর্তৃপক্ষ। আইনের উপরে, ভারতীয় সংবিধানের উপরে কেউ নয়।'

Abhijit Ganguly: কমিশনের অর্ডারে আমার মানহানি হয়েছে, বলেই ফেললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

তমলুক: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ‘বিতর্কিত’ মন্তব্যের অভিযোগ উঠেছিল বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতে শোকজ় করা হয়েছিল অভিজিৎবাবুকে। আজ কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রচার করতে পারবেন না তিনি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর এবার মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। বিজেপি প্রার্থীর বক্তব্য়, ‘অর্ডারের ছদ্মবেশে আমার মানই হানি করে দেওয়া হয়েছে। ওই অর্ডারে আমার মানহানি হয়েছে।’

নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য তিনি অনুরোধ করেছেন বলেও জানান প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘নির্বাচন কমিশনও আইনের তৈরি একটি কর্তৃপক্ষ। আইনের উপরে, ভারতীয় সংবিধানের উপরে কেউ নয়। এই অর্ডারটি দিয়ে এবং সেটি ওয়েবসাইটে তুলে দিয়ে তারা আমার যে সম্মানহানি করেছেন, তার আইনি কনসিকোয়েন্সের আছে।’ এদিন কমিশনের তরফে সিদ্ধান্ত জানানোর আগে তাঁকে যে নোটিস পাঠানো হয়েছিল, সেই নিয়েও সংশয় অভিজিৎবাবুর মনে।

তমলুকের বিজেপি প্রার্থী আজ বিকেলে বলেন, ‘আমার উপর একটি আদেশ দেওয়া হয়েছে। আমার খানিকটা সন্দেহই তৈরি হয়েছে। আমাকে যে নোটিস দেওয়া হয়েছিল, সেই নোটিসেই আমার মন্তব্য সম্পর্কে কতগুলি মন্তব্য করা হয়েছিল। আমার কথা না শুনেই সেই মন্তব্যগুলি কীভাবে করা হল, সেটা নিয়ে আমার মনে অত্যন্ত বড় সন্দেহ দেখা দিয়েছিল।’ তাঁর আরও সংযোজন, ‘আমার মনে হয়েছে, আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল। যখন অভিযোগ করা হয়েছিল, তখনই সিদ্ধান্ত খানিকটা নেওয়া হয়েছিল। যে সিদ্ধান্তের প্রতিফলন দেখা গিয়েছিল ওই নোটিসে।’

Next Article