Tamluk: সাংসদ অভিজিতের তমলুকে ধাক্কা বিজেপির, গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ ৩ সদস্য যোগ দিলেন তৃণমূলে

Tamluk: এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৬। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জেতে ১৪টি আসন। বাকি ১২টি আসনের মধ্যে তৃণমূল পায় ১০টি এবং একটি করে আসনে জয়ী হন আইএসএফ ও নির্দল প্রাথী। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি।

Tamluk: সাংসদ অভিজিতের তমলুকে ধাক্কা বিজেপির, গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ ৩ সদস্য যোগ দিলেন তৃণমূলে
গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ ৩ সদস্য যোগ দিলেন তৃণমূলে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2024 | 10:35 PM

তমলুক: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র তমলুকে ধাক্কা খেল বিজেপি। মহিষাদলে বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত দখল নেওয়ার পথে ঘাসফুল শিবির। গেরুয়া শিবিরে থেকে উন্নয়নের কাজ করতে পারছেন না জানিয়ে প্রধান-সহ বিজেপির তিন সদস্য যোগ দিলেন তৃণমূলে।

রবিবার সন্ধ্যায় কুমুদিনী ডাকুয়া মঞ্চে মহিষাদল ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনীতে উপস্থিত হন বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণারানি দাস ও আরও দুই পঞ্চায়েত সদস্য। তাঁরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। মন্ত্রী মানস ভুঁইয়া ছাড়াও স্থানীয় বিধায়ক তিলক চক্রবর্তী উপস্থিত ছিলেন এই যোগদান কর্মসূচিতে। তৃণমূলের মন্ত্রী ও বিধায়ক দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে স্বাগত জানান গ্রাম পঞ্চায়েত প্রধান ও দুই সদস্যকে। তাঁদের সঙ্গে বিজেপির বেশ কয়েকজন কর্মীও তৃণমূলে যোগ দেন।

উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৬। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জেতে ১৪টি আসন। বাকি ১২টি আসনের মধ্যে তৃণমূল পায় ১০টি এবং একটি করে আসনে জয়ী হন আইএসএফ ও নির্দল প্রাথী। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি।

এদিন প্রধান-সহ বিজেপির তিন সদস্যের দলবদলের ফলে আসন সংখ্যা বাড়িয়ে গ্রাম পঞ্চায়েত দখলে আরও একধাপ এগিয়ে গেল তৃণমূল। এই নিয়ে মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, “বিজেপির জনপ্রতিনিধিরাও বুঝতে পেরেছেন উন্নয়নে তৃণমূলের বিকল্প কোনও দল নেই। এই উপলব্ধি থেকেই তাঁরা বিজেপি ছাড়তে শুরু করেছেন।”

যদিও বিজেপি নেতৃত্বের অভিযোগ, মিথ্যে খুনের মামলায় মুক্তি দেওয়ার শর্তে প্রধানকে দলবদলে বাধ্য করিয়েছে তৃণমূল। তবে দলত্যাগী প্রধান-সহ তিন সদস্য জানিয়েছেন, বিজেপিতে থেকে পঞ্চায়েত চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাই উন্নয়নের স্বার্থে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তাঁরা।