Panchayat Election 2023: ভোটের মুখে গ্রেফতার তৃণমূল নেতা সোমনাথ বেরা, জেলা সভাপতির অফিসের সামনে বিক্ষোভ অনুগামীদের
TMC Leader Arrested: সোমনাথ বেরার গ্রেফতারির পর থেকেই এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষোভে ফুঁসছেন তৃণমূল নেতা সোমনাথ বেরার অনুগামীরা। নেতার গ্রেফতারির খবর পেতেই তাঁরা ছুটে যান তমলুক থানায়। তারপর সেখান থেকে জেলা সভাপতির অফিসের সামনে।
পূর্ব মেদিনীপুর: ভোটের মুখে গ্রেফতার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা সোমনাথ বেরা (TMC Leader Arrested)। আগামিকালই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে আজ দুপুরে তমলুক থানার পুলিশ (Tamluk Police Station) আটক করে সোমনাথ বেরাকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, এই তৃণমূল নেতার বিরুদ্ধে বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। বিশেষ করে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল সোমনাথ বেরার বিরুদ্ধে। চাকরির নামে লাখ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে অনেকদূর জল গড়িয়েছিল। যাঁরা প্রতারিত, তাঁরা তমলুক থানায় সরাসরি সোমনাথ বেরার নামে অভিযোগ জানিয়েছিলেন। তমলুক থানাতেও অভিযোগ জানানো হয়েছিল। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের জনসংযোগ যাত্রা চলাকালীনও তমলুকের পদমপুরে সোমনাথ বেরার বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন এলাকাবাসীদের একাংশ।
এদিকে সোমনাথ বেরার গ্রেফতারির পর থেকেই এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষোভে ফুঁসছেন তৃণমূল নেতা সোমনাথ বেরার অনুগামীরা। নেতার গ্রেফতারির খবর পেতেই তাঁরা ছুটে যান তমলুক থানায়। প্রথমে থানার সামনে একপ্রস্থ বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা। তারপর সেখান থেকে তাঁরা পৌঁছে যান এলাকার বিধায়ক তথা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের অফিসের সামনে। সেখানেও বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন সোমনাথ বেরার অনুগামীরা। স্লোগান উঠতে থাকে সৌমেন মহাপাত্রর অফিসের সামনে। গ্রেফতার হওয়া তৃণমূল নেতার অনুগামীদের দাবি, সোমনাথ বেরাকে ‘অবৈধভাবে’ গ্রেফতার করা হয়েছে।
সৌমেন মহাপাত্রর বিরুদ্ধেও স্লোগান উঠতে থাকে সেখানে। সোমনাথ বেরাকে মুক্তি না দেওয়া হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাত আটটা পেরিয়ে যাওয়ার পরেও সৌমেন মহাপাত্রর অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রেফতার তৃণমূল নেতার অনুগামীরা। এদিকে টিভি নাইন বাংলার প্রতিনিধি বিষয়টি নিয়ে সৌমেন মহাপাত্রর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।