Raiganj: ক্লাস নেওয়ার ফাঁকে বাথরুমে যান, অদ্ভুত শব্দ শুনে যেতেই শিক্ষিকার বেসামাল অবস্থা, ঢি পড়ল গ্রামে

Raiganj: রায়গঞ্জ ব্লকের ভাটোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রত্না খাতুন। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুল চলাকালীন ওই শিক্ষিকা স্কুলের বাথরুমে ছিলেন। অভিযোগ,  সে সময় মুখে কাপড় বাধা ধারাল অস্ত্রধারী কয়েকজন দুষ্কৃতী ঢুকে তাঁর উপর চড়াও হয়।

Raiganj: ক্লাস নেওয়ার ফাঁকে বাথরুমে যান, অদ্ভুত শব্দ শুনে যেতেই শিক্ষিকার বেসামাল অবস্থা, ঢি পড়ল গ্রামে
আক্রান্ত শিক্ষিকাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2024 | 11:33 AM

রায়গঞ্জ: ক্লাস নিতে নিতে বাথরুমে গিয়েছিলেন শিক্ষিকা। পড়ুয়ারাও ক্লাসে বসে অপেক্ষায়। হঠাৎই আর্তনাদ শুনতে পেয়েছিলেন স্কুলের অন্যান্য শিক্ষিকা, পড়ুয়ারা। প্রথমে বিষয়টা বুঝতে পারেননি তাঁরা। পরে গোঙানির শব্দের উৎস সন্ধানে বেরিয়ে স্কুলের বাথরুমের দিকেই যান তাঁরা। দেখেন রক্তাক্ত অবস্থায় শিক্ষিকা বাথরুমের মেঝেতে পড়ে গোঙাচ্ছেন। আবারও শিক্ষাঙ্গনে ভয়ঙ্কর ঘটনা। স্কুলে ঢুকেই শিক্ষিকাকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষিকা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

রায়গঞ্জ ব্লকের ভাটোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রত্না খাতুন। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুল চলাকালীন ওই শিক্ষিকা স্কুলের বাথরুমে ছিলেন। অভিযোগ,  সে সময় মুখে কাপড় বাধা ধারাল অস্ত্রধারী কয়েকজন দুষ্কৃতী ঢুকে তাঁর উপর চড়াও হয়।ধারাল অস্ত্র দিয়ে তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয় বলে দাবি। এরপর তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

মূলত পুরোনো জমি বিবাদকে কেন্দ্র করেই এই হামলা বলে দাবি আহত শিক্ষিকা ও তাঁর পরিবারের। এর আগেও একাধিকবার তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ। যদিও স্কুলে ঢুকে এভাবে শিক্ষিকার উপর হামলা নিয়ে সরব হয়েছে শাসক তৃণমূল। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি পুর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।