AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur: ক্লাস এইটে পড়াতেন, প্রাক্তন ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক

woman physical harassed: তরুণীর অভিযোগ, অভিযুক্ত গৃহশিক্ষক তাঁকে ধর্ষণের সময় কিছু ভিডিয়ো তুলে রেখেছিলেন। সেইগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁর মতো আরও দুই মেয়ের সঙ্গে ওই গৃহশিক্ষক এমন করেছেন বলে নির্যাতিতার অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি তাঁর বাড়িতে যেতে বলছে বলে তরুণী অভিযোগ করেন। এমনকী, তিনি যেখানে কাজ করেন, সেখানে গিয়েও হুমকি দিচ্ছেন। তাঁর ফোন নম্বর দিয়ে নানা অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে বলেও তরুণীর অভিযোগ।

Baruipur: ক্লাস এইটে পড়াতেন, প্রাক্তন ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 10, 2025 | 11:09 AM
Share

বারুইপুর: প্রাক্তন ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের ছবিও তুলে রাখে। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল ও ব্ল্যাকমেল করারও অভিযোগ উঠেছে। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযোগের পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গৃহশিক্ষককে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গৃহশিক্ষক।

অভিযোগপত্রে বছর বাইশের তরুণী জানিয়েছেন, তিনি যখন ক্লাস এইটে পড়তেন, তখন তাঁকে টিউশন পড়াতেন অভিযুক্ত গৃহশিক্ষক। তারপরও তাঁর সঙ্গে যোগাযোগ ছিল। চলতি বছরের মার্চে ওই গৃহশিক্ষক তাঁর বাড়িতে তরুণীকে ডাকেন। তরুণী যেতে অস্বীকার করলে অভিযুক্ত গৃহশিক্ষক আত্মহত্যার চেষ্টা করছেন এমন ছবি তুলে তাঁকে পাঠান। এরপর গত ৫ মার্চ তরুণী ওই গৃহশিক্ষকের বাড়িতে যান। তরুণীর অভিযোগ, সেখানে ওই গৃহশিক্ষক তাঁকে ধর্ষণ করেন।

বাড়ি ফিরে এসে তরুণী বাবা-মাকে সব ঘটনা জানান। কিন্তু, লোকলজ্জার ভয়ে তখন পদক্ষেপ করেননি। তরুণীর অভিযোগ, অভিযুক্ত গৃহশিক্ষক তাঁকে ধর্ষণের সময় কিছু ভিডিয়ো তুলে রেখেছিলেন। সেইগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁর মতো আরও দুই মেয়ের সঙ্গে ওই গৃহশিক্ষক এমন করেছেন বলে নির্যাতিতার অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি তাঁর বাড়িতে যেতে বলছেন বলে তরুণী অভিযোগ করেন। এমনকী, তিনি যেখানে কাজ করেন, সেখানে গিয়েও হুমকি দিচ্ছেন। তাঁর ফোন নম্বর দিয়ে নানা অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে বলেও তরুণীর অভিযোগ।

অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ধৃত গৃহশিক্ষক বলেন, “আমি ধর্ষণ করিনি। আমার ফেসবুক অ্যাকাউন্ট ২ জনের নামে খোলা ছিল। সেটা বন্ধ করিনি বলেই আমার নামে ভুয়ো অভিযোগ হয়েছে।”