Bhangar TMC ISF: ‘মদ খাওয়াব চল’, প্রলোভন দেখিয়ে নওশাদের সভায় লোক ভরানোর অভিযোগ

Bhangar TMC ISF: রাতভর বাইক মিছিল এবং বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ভাঙড়ের রাজনীতি।

Bhangar TMC ISF: 'মদ খাওয়াব চল', প্রলোভন দেখিয়ে নওশাদের সভায় লোক ভরানোর অভিযোগ
ভাঙড়
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2023 | 11:57 AM

দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি। কিন্তু এখন থেকেই সাংগঠনিক ভিত মজবুত করতে কর্মীদের নিয়ে মিটিং শুরু করে দিয়েছেন সব রাজনৈতিক দলই। কিন্তু সেটাতেই এবার গোল! মদের প্রলোভন দেখিয়ে মিটিংয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল আইএসএফ-এর বিরুদ্ধে। অভিযোগ, অস্বীকার আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকির। পাল্টা আইএসএফের অভিযোগ মিটিংয়ে আসার পথে বাধা দিচ্ছে তৃণমূল। রাতভর বাইক মিছিল এবং বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ভাঙড়ের রাজনীতি।

রবিবার বিকালে ভাঙড়ের ঘটকপুকুরে রাজনৈতিক সভা ছিল আইএসএফ-এর। অভিযোগ, সেই সভাতে আসার পথে রানিগাছি এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা আইএসএফের কর্মীদের বাধা দেয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাল্টা তৃণমূলের অভিযোগ, অল্প বয়সী ছেলেদেরকে মদের প্রলোভন দেখিয়ে জোর করে মিটিংয়ে নিয়ে যাচ্ছে আইএসএফ। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় অকথ্য ভাষায় তৃণমূলের কর্মীদের গালিগালাজ করছে যার বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ সরব হয়ে প্রতিবাদ জানায়।

উল্লেখ্য, রবিবার যে জায়গাতে নওশাদ সিদ্দিকি রাজনৈতিক সভা করলেন সেখানেই সোমবার সওকত মোল্লার নেতৃত্বে সভা করবে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল নেতা  সাদ্দাম ঘরামি বলেন, “যারা মিটিংয়ে যাচ্ছিল, সব বাচ্চা ছেলে। ওদের আই কার্ডও হয়নি। একটা বাচ্চাকে মদ দেবে বলে লোভ দেখিয়ে মিটিংয়ে নিয়ে যাচ্ছিল। এর থেকে লজ্জার আর কিছু নেই।”

যাকে প্রলোভন দেখানো হয়েছিল, সেই বাহারুল মেয়েদার বক্তব্য, “আমি আইএসএফ করি না, তৃণমূল করি। আমাকে মিটিংয়ে যাওয়ার কথা বলছিল। মদ দেওয়ার কথা বলেছিল আমাকে। কিন্তু দেয়নি।”

যদিও আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির  বক্তব্য, “আসলে সওকত মোল্লার বুদ্ধিতে এলাকা উত্তপ্ত করার চেষ্টা চলছে।” তিনি পাল্টা অভিযোগ করেন, “আমাদের কর্মীরা যারা মিটিং মিছিলে আসছিল, তাদের ভয় দেখানো হয়েছে। রানিগাছিতে মারধর করা হয়েছে।”