Diamond Harbour: লেডিস সাইকেলেই লুকিয়ে রহস্য! গলা কাটা অবস্থাতে হাতড়ে হাতড়ে যুবক যেতে চেয়েছিলেন আত্মীয়ের বাড়ি! ভোরের দৃশ্যে শিউরে উঠলেন পড়শিরা

Diamond Harbour: দিলীপ কলকাতায় গাড়ি চালাতেন। প্রায় দু'মাস পর রবিবার বিকালে বাড়িতে ফিরেছিলেন দিলীপ। জানা  যাচ্ছে, বছর দশেক আগে বিয়ে হলেও তাঁর স্ত্রী অন্যত্র চলে যান। আট বছরের এক সন্তান দিলীপের বৃদ্ধ বাবা মায়ের কাছে থাকে।

Diamond Harbour: লেডিস সাইকেলেই লুকিয়ে রহস্য! গলা কাটা অবস্থাতে হাতড়ে হাতড়ে যুবক যেতে চেয়েছিলেন আত্মীয়ের বাড়ি! ভোরের দৃশ্যে শিউরে উঠলেন পড়শিরা
ডায়মন্ড হারবারে ভয়ঙ্কর ঘটনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2024 | 10:00 AM

দক্ষিণ ২৪ পরগনা: আত্মীয়ের বাড়ির সামনে থেকে উদ্ধার যুবকের গলাকাটা দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির সিংহীরচক এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপ নাইঞা (৩৪)। তিনি বকুলতলা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, দিলীপকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে খুন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপ কলকাতায় গাড়ি চালাতেন। প্রায় দু’মাস পর রবিবার বিকালে বাড়িতে ফিরেছিলেন দিলীপ। জানা  যাচ্ছে, বছর দশেক আগে বিয়ে হলেও তাঁর স্ত্রী অন্যত্র চলে যান। আট বছরের এক সন্তান দিলীপের বৃদ্ধ বাবা মায়ের কাছে থাকে।

দিলীপকে কেন খুন করা হল, তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের সদস্যরাই।  দিলীপের সঙ্গে কারোর টাকা পয়সা নিয়ে কোনও বিবাদ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, যেখান থেকে  দিলীপের গলাকাটা দেহ উদ্ধার হয়, তার পাশেই পড়ে ছিল একটি লেডিস সাইকেল।  পুলিশ  মনে করছে, দিলীপের ওপর হামলা অন্যত্র হয়েছে। গলা কাটা অবস্থাতেই বাঁচার তাগিয়ে হাতড়াতে হাতড়াতে আত্মীয়ের বাড়িতে আসার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু পারেননি। তার আগেই রাস্তায় পড়ে মৃত্যু হয়।  খুনের মামলা রুজু করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।