Naushad Siddiqui: আবাসে বড়সড় দুর্নীতির অভিযোগ নওশাদের, বাজার গরম করার চেষ্টা, খোঁচা তৃণমূলের
Naushad Siddiqui: ভাঙড়ে আবাস যোজনার ঘর নিয়ে চরম দুর্নীতি হচ্ছে। ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাইছে তৃণমূল। অভিযোগ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ঘটনাকে কেন্দ্র ভাঙড়ের রাজনৈতিক মহলে শোরগোল।
ভাঙড়: এবার আবাস নিয়ে সরব নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ ভাঙড়ের আইএসএফ বিধায়কের। ঘর পাইয়ে দেওয়ার নাম করে কুড়ি হাজার টাকা দাবি করছে তৃণমূল! অভিযোগ নওশাদ সিদ্দিকীর। নওশাদ বাজার গরম করতে এসেছে ও প্রমাণ দিক! পাল্টা দাবি তৃণমূল নেতা আহসান মোল্লার। নওশাদের দাবি, তৃণমূলের পাল্টা দাবি ঘিরে শোরগোল ভাঙড়ের রাজনৈতিক মহলে।
রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় জনসংযোগ কর্মসূচি করতে আসেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জনসংযোগ কর্মসূচি থেকে বিস্ফোরক অভিযোগ করেন বিধায়ক। তাঁর স্পষ্ট অভিযোগ, এলাকায় আবাস যোজনার কাজে দুর্নীতি হচ্ছে। ঘর পাইয়ে দেওয়ার নাম করে কুড়ি হাজার টাকা চাইছে তৃণমূল। এমনকি যাঁদের পাকা বাড়ি আছে তাঁরাও পাচ্ছে আবাস যোজনার ঘর।
অন্যদিকে নওশাদ সিদ্দিকীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি এলাকার তৃণমূল নেতা আহসান মোল্লার। তিনি বলেন, “নওশাদ কি ঘর দিচ্ছে? আমাদের সরকার দিচ্ছে ঘর। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যাদের ছাদ দেওয়া বাড়ি আছে তাঁদের ঘর দেওয়া হবে না। পাশাপাশি কিছুদিন আগে বিধায়ক শওকত মোল্লা ও সাংসদ সায়নী ঘোষও একই কথা জানিয়েছিলেন। ঘরের নাম করে কেউ টাকা চাইলে তাঁদের জুতো ও গালে থাপ্পর মারার কথা বলেছিলেন সায়নী-শওকতেরা।” তাঁর দাবি, নওশাদ একটা প্রমাণ দিয়ে দেখাক যে দুর্নীতি হচ্ছে। আসলে ও বাজার গরম করতে এসেছে।