Wife murder in Sonarpur: শুধুমাত্র সন্দেহের বশেই মাথা থেঁতলে স্ত্রী-কে খুন করে উধাও স্বামী

Wife murder in Sonarpur: রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ।

Wife murder in Sonarpur: শুধুমাত্র সন্দেহের বশেই মাথা থেঁতলে স্ত্রী-কে খুন করে উধাও স্বামী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2022 | 1:25 PM

সোনারপুর : স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার চড়ক তলায়। মৃতের নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর পলাতক স্বামী বাবু বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশীদের দাবি, সন্দেহের বশে লাঠি দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে মৌসুমীকে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। প্রতিবেশীরা কিছুই টের পাননি। ঘরের বাইরে থেকে চাবি দেওয়া ছিল। সেই চাবি নিজের মায়ের কাছে রেখে চলে যান অভিযুক্ত ওই ব্যক্তি। প্রথমে বাকবিতণ্ডার আওয়াজ শুনেছিলেন প্রতিবেশীরা। পরে সব চুপ হয়ে যায়। সন্দেহ হওয়ায় তৎপর হন তাঁরা। বাবু বন্দ্যোপাধ্যায়ের মায়ের কাছ থেকে চাবি নিয়ে দরজা খোলেন তাঁরা। এরপর দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন মৌসুমী।

সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ।

এক প্রতিবেশী জানিয়েছেন, অনেক দিন ধরেই সমস্যা ছিল স্বামী ও স্ত্রীর মধ্যে। তাঁদের সন্তানও রয়েছে। তাঁরাও বাবা-মায়ের সমস্যার কথা জানতেন। প্রতিবেশীদের দাবি, মৌসুমী হাসি-খুশি মহিলা ছিলেন। তিন-চার বাড়িতে কাজ করতেন তিনি। সেখান থেকে ফিরে হাসিমুখে সামলাতেন বাড়ির সব কাজ সামলাতেন তিনি। সবার সঙ্গে কথা বলতেন বলেই স্বামীর সন্দেহ ছিল তাঁর ওপর। প্রতিবেশী, আত্মীয়রা বারবার বুঝিয়েও কোনও লাভ হয়নি। আর এবার তারই জেরে এই খুন বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন : Birbhum Bombing: প্রত্যেক পাড়ার সব বাড়িতে বোমা, কিন্তু গ্রেফতার কত? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এ কী করে দেখাল বীরভূম জেলা পুলিশ!

আরও পড়ুন : TMC leader murder case: কারা গুলি করেছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে? ১২ বছর পর উঠছে সিবিআই তদন্তের দাবি