TMC leader murder case: কারা গুলি করেছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে? ১২ বছর পর উঠছে সিবিআই তদন্তের দাবি
TMC leader murder case: সমর্থকদের দাবি, ১২ বছর আগে যখন বামেরা ক্ষমতায় ছিল, তখন কেস ডায়েরিই ছিক ভাবে তৈরি হয়নি। তদন্তও হয়নি সঠিক পথে।
পুরুলিয়া: খুনের ঘটনার ১২ বছর পর সিবিআই তদন্তের দাবি উঠল নিহত তৃণমূল নেতার পরিবারের তরফ থেকে। জেলা তৃণমূলও একই দাবি তুলছে। ১২ বছর আগে ঠিক ঝালদার কাউন্সিলর তপন কান্দুর মতোই গুলি করে খুন করা হয়েছিলেন শশীভূষণ প্রসাদ যাদব নামে এক তৃণমূল নেতাকে। পুরুলিয়ার নিতুড়িয়া ব্লক তৃণমূল সভাপতি ছিলেন তিনি। আর তাঁকে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে পালিয়ে যায়। ২০১০ সালের ২৯ শে মার্চ ভরসন্ধ্যায় সেই ঘটনা ঘটেছিল। তবে কারা তাঁকে হত্যা করেছিল, তা আজও রহস্য হয়েই রয়ে গিয়েছে।
ঘটনার তদন্তভার নিয়েছিল সিআইডি। বেশ কয়েকজনকে গ্রেফতারও করে সিআইডি। তবে তারা আদালত থেকে বেকসুর খালাস পেয়ে যায়। ১২ বছর পর ফের তদন্তের দাবি জানালেন তাঁর সমর্থকেরা।
মঙ্গলবার সন্ধ্যায় সেই শশীভূষণ যাদবের স্মৃতিতে এক বিশাল মৌন মিছিলের আয়োজন করা হয় নিতুড়িয়ায়। দলমত নির্বিশেষে প্রায় ১০ হাজার মানুষ নিহত নেতার ছবি নিয়ে মিছিল করেন। সেখান থেকেই ওঠে সিবিআই তদন্তের দাব। নিহতের ভাই শান্তিভূষণ প্রসাদ যাদব এই দাবি জানিয়েছেন, বর্তমানে তিনি ব্লক তৃণমূল সভাপতি।
এ দিন তৃণমূলের অন্যতম বরিষ্ঠ নেতা তথা পুরুলিয়ার জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের সামনেই বলেন নতুন করে তার দাদার খুনিদের শাস্তি দিতে তদন্ত শুরুর কথা বলেন। তাঁর মতে, এ ক্ষেত্রে সিবিআইকেও তদন্ত ভার দেওয়া যেতে পারে। এ প্রসঙ্গে সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনার সময় ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। সে সময় পুলিশ গড়িমসি করে এই তদন্তে। যার জেরে শাস্তি হয়নি খুনিদের। এখনও তাঁরা চান অপরাধীদের শাস্তি হোক।
সিবিআই তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, যে সংস্থাই হোক, তাঁরা চান দোষীরা যাতে শাস্তি পায়। পারবেলিয়ার সাধারণ মানুষজনও মনে করছেন সিবিআই তদন্ত হলে এখনও হদিশ মিলতে পারে শশীভূষণ যাদব খুনের প্রকৃত দোষীদের।
আরও পড়ুন : Food Sub-Inspector Panel: মানা হয়নি সংরক্ষণ নিয়ম, বাতিল ফুড সাব-ইনস্পেক্টর পদের প্যানেল