Bhangar: তোলা না দিলে উঠবে না বাউন্ডারি, ভাঙড়ে তৃণমূল-আইএসএফ-এর সংঘর্ষ
Bhangar: পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর চারেক আগে বাসন্তী হাইওয়ের পাশে নলমুড়িতে পাঁচ কাটা জমি কেনেন এলাকার তৃণমূল সমর্থক তরিকুল হক তরফদার।
ভাঙড়: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল সমর্থকের নির্মীয়মাণ বাউন্ডারি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ-এর বিরুদ্ধে। তোলার না টাকা না দেওয়ায় এই বিপত্তি বলে অভিযোগ।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঘটনা। ভাঙড়ের নলমুড়ির এলাকার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর চারেক আগে বাসন্তী হাইওয়ের পাশে নলমুড়িতে পাঁচ কাটা জমি কেনেন এলাকার তৃণমূল সমর্থক তরিকুল হক তরফদার। নার্সিংহোম করার জন্য সেই জমিতে গত রবিবার অর্থাৎ ২৯ মে বাউন্ডারি দেওয়ার কাজ শুরু করেন। অভিযোগ, বাউন্ডারি দেওয়া হচ্ছে সেই বিষয়টি লক্ষ্য করতেই এলাকার আইএসএফ নেতারা এসে ‘দাদাগিরি’ দেখাতে শুরু করেন। রীতিমত তোলার টাকা চেয়ে বসেন বলে অভিযোগ।
এরপর ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমি মালিক। ঘটনা প্রসঙ্গে সুর চড়িয়ে ভাঙড় ১ ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বনাথ পোদ্দারের দাবি, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আইএসএফ এলাকা দখল নেওয়ার চেষ্টা করছে। যদিও, সেই অভিযোগ অস্বীকার করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দাবি করেন, ‘এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই হয়েছে। আমরা হিংসার রাজনীতি করিনা। ঘটনার তদন্তে ভাঙড় থানার পুলিশ।’
তৃণমূল কর্মী বলেন, ‘আমরা দোকানে বসে আছি। মিস্ত্রিদের দোকানে এসে বিরক্ত করছিল। ওধের দোকানে চলে যেতে বলে। এরপর বলে টাকা দাও। কীসের টাকা জিজ্ঞাসা করতেই লাঠি দেখাতে শুরু করে। তোলার টাকা না দিতেই পাঁচিল ভেঙে দিল। আমাদের তৃণমূল সভাপতি বলেছেন ওরা তোলার টাকা তোলে সেই কারণে আমাদের দলের সঙ্গে ওদের কোনও সম্পর্ক নেই। আমরা গোটা বিষয়টি থানায় জানিয়েছি।’ তৃণমূল নেতা বলেন, ‘ভাঙড়ের এক ব্যবসায়ী রয়েছেন। উনি পাঁচিল দিতে যান নিজের জায়গায়। সেখানে আইএসএফ-এর মদত পুষ্ট দুষ্কৃতী গিয়ে তোলা চায়। ওরা এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত। েসই তোলার টাকা না দেওয়ার জন্যই পাঁচিল ভেঙে দিয়েছে।’