AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flood Situation: ‘কেন্দ্রের গাফিলতিতে রাজ্য যেন স্যান্ডউইচ’, বন্যা পরিস্থিতির অবনতি হতেই ফের ডিভিসির দিকে আঙুল মানসের

Flood Situation: বিগত কয়েকদিন ধরে চলা নিম্নচাপে প্রবল বর্ষণ হয়েছে জেলায় জেলায়। দুর্যোগের মেঘ কাটতে না কাটতেই বুধবার থেকে ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। যদি বৃষ্টি পারে তাহলে পরিস্থিতি আরও ঘোরাল হতে পারে বলে মনে করা হচ্ছে।

Flood Situation: ‘কেন্দ্রের গাফিলতিতে রাজ্য যেন স্যান্ডউইচ’, বন্যা পরিস্থিতির অবনতি হতেই ফের ডিভিসির দিকে আঙুল মানসের
কী বলছেন মানস? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 13, 2025 | 3:30 PM
Share

সোনারপুর: ডুবেছে ঘাটাল, ভাসছে খানাকুল। বাঁকুড়া, থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর, সর্বত্রই বিপর্যস্ত জনজীবন। ফের রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতেই কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। মুখ খুললেন কেন্দ্র সরকারের ‘উদাসীনতা’ নিয়ে। এদিন সোনারপুরে একটি রক্তদান শিবিরে গিয়েছিলেন মানস। সেখানেই তোপের পর তোপ দাগলেন কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে। 

ডিভিসির বিরুদ্ধে সুর চড়িয়ে মানস বলেন, “একদিকে প্রকৃতির তাণ্ডব, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জেরে রাজ্য কার্যত স্যান্ডউইচে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রকে জানিয়েছেন যেন আগাম সতর্কবার্তা দিয়ে জল ছাড়া হয়। মুখ্যসচিবও বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন। এমনকি সংশ্লিষ্ট দফতরের তরফেও অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কেন্দ্র কোনওরকম দায়িত্ব নেয়নি।” 

বিগত কয়েকদিন ধরে চলা নিম্নচাপে প্রবল বর্ষণ হয়েছে জেলায় জেলায়। দুর্যোগের মেঘ কাটতে না কাটতেই বুধবার থেকে ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। যদি বৃষ্টি পারে তাহলে পরিস্থিতি আরও ঘোরাল হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই গহত ২৪ ঘণ্টায় ঘাটালে বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে ২ জনের। এই মানসের উদ্বেগ যে রীতিমতো তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। মন্ত্রীর দাবি, বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। উদ্ধারকাজ, ত্রাণ বিলি, আশ্রয় শিবির খোলা সবই হয়েছে। তাঁর অভিযোগ, রাজনীতি নয়, এই সঙ্কটকালে মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য, যা কেন্দ্র সরকার করতে ব্যর্থ হয়েছে।